সিলেটের গোয়াইনঘাটে মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। নিহত মায়ারুন নেছা (৪০) উপজেলার লামা কুটাপাড়া গ্রামের সাহিদ আহমদের স্ত্রী।
রোববার (১২ জানুয়ারি) সকালে সিলেট-তামাবিল মহাসড়কের করিচেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল সোয়া ১১টার দিকে করিচেরপুল এলাকায় মাটি বোঝাই একটি ড্রামট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কেকে/এআর