টাঙ্গাইলের ধনবাড়ীতে গ্রেফতারি পরোয়ানাভূক্ত পালাতক দুই আসামীকে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
রোববার(১২ জানুয়ারী) গ্রেফতারকৃতদের টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ দৈনিক খোলা কাগজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের রোববর রাত ২ টার দিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের রোববার টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের আমিরপুর গ্রাগের সেকান্দর আলীর ছেলে রইজ উদ্দিন(৪৬) ও বলিভদ্র ইউনিয়নের কেরামজানি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিফাত (৩৭)। তিনি আরোও জানান, ধনবাড়ী থানা এলাকায় আইন শৃংঙ্খলা রক্ষায় পুলিশ সদা তৎপর রয়েছে।
কেকে/এআর