জামায়াত আমিরের সেনাবাহিনী এবং জামায়াত দেশপ্রেমিক বক্তব্যের সমালোচনা করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ৭১ এ আপনাদের ভূমিকা কি ছিলো ? স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ ও ২ লক্ষ মা-বোন ইজ্জত হারিয়েছিলো। আমার আপনার ঘরে সুন্দরী মেয়ে আছে, এটা কি পাক হানাদার বাহিনী জানবে ? কারা দেখিয়ে দিয়েছিলো ? স্বাধীনতা যুদ্ধের সময় আপনাদের ভূমিকা বাংলার মানুষ ভুলে যায়নি।
রোববার (১২ জানুয়ারি) রাতে পঞ্চগড়ের বোদা সদর ইউনিয়ন কৃষকদলের কৃষক সমাবেশে এসব কথা বলেন তিনি।
এসময় বোদা সদর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মিজানুর রহমান দুলাল এর সভাপতিত্ব অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক মহব্বত, জেলা কৃষকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব শাহজাহান আলম সিরাজ, বোদা সদর ইউপির চেয়ারম্যান শিষা বাবু।
তিনি আরো বলেন, বিএনপির ইতিহাসে বেঈমানী নাই। শহীদ জিয়াউর রহমান জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করে বীরউত্তম খেতাব পেয়েছিলেন। তিনি সেদিন প্রমাণ করেছেন তিনি দেশপ্রেমিক, তার দল দেশপ্রেমিক। তিনি বলেন, কিছু মানুষ ও কিছু বাচ্চা ছেলে বলছে, ২৪ এর আন্দোলনে বিএনপির নাকি অবদান নাই। জাতীয়তাবাদী আদর্শের ৪২২ জন লোক এ আন্দোলনে শহীদ হয়েছেন। চট্রগ্রাম ছাত্রদলের ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের হাতে ও পায়ে গুলি লেগেছে। এরপরও বলছেন, আমাদের অবদান নাই৷ ২৪ এর আন্দোলনকে আপনারা ছিনতাই করার চেষ্টা করছেন। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান স্বীকার করেছেন ২৪ এর আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে বাস্তবে রুপ দিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, ৭১ এর স্বাধীনতার যুদ্ধ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ৯০'র অভ্যুত্থানে খালেদ জিয়া এবং ২৪ এর আন্দোলনে তারেক রহমান। এটাই হচ্ছে বিএনপি। বিএনপি কখনো বেঈমানী করে না।
কেকে/এমএস