শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
বাংলা English

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
শিরোনাম: গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান      দুর্নীতির মামলায় ইমরান খানের ১৪ ও স্ত্রী বুশরার ৭ বছরের কারাদন্ড      রাজধানীতে ট্যানারি গোডাউনে আগুন      শেখ পরিবারের রক্ত থাকায় টিউলিপ সিদ্দিক দুর্নীতিতে জড়িয়েছেন: রিজভী      অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতি নষ্ট করা যাবে না: সৈয়দা রিজওয়ানা      তোফাজ্জল হত্যায় জড়িত ঢাবির ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র      দিয়ালোর হ্যাটট্রিকে সহজ জয় ম্যানচেস্টারের      
খোলাকাগজ স্পেশাল
আধিপত্য বিস্তার করতে সংঘর্ষে লিপ্ত সমন্বয়করা
শিপার মাহমুদ
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ১০:৪২ এএম আপডেট: ১৩.০১.২০২৫ ৩:৫৫ পিএম  (ভিজিটর : ১৫৩)
প্রতিকি ছবি

প্রতিকি ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা নিজেদের ক্ষমতা ও আধিপত্য ধরে রাখতে ধারাবাহিক সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত এসব সহিংসতার ঘটনায় আন্দোলনের মূল লক্ষ্য এখন প্রশ্নবিদ্ধ। ছাত্র সমাজের অধিকার আদায়ের বদলে নেতৃত্বের লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছে এই সংগঠনটির নেতাকর্মীরা।

অতিসম্প্রতি সময়ে ঢাকার মিরপুরে কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতরা হলেন মিরপুর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান (১৬), ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী রনি (২১) ও সাফরান (২২)। সংঘর্ষের পর আহতদের দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় রাজধানীর বাংলামোটর রূপায়ণ সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর কমিটি দেওয়া হয়েছিল। এ কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা হচ্ছিল। পদপ্রত্যাশীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় পদ দেওয়া হয়নি। পদ না পাওয়ায় আগেই ঝামেলা করবে ঘোষণা দিয়েছিল তারা। সেই সূত্র ধরে পদবঞ্চিতরা ও প্রত্যাশিত পদ না পাওয়ায় শুক্রবার সন্ধ্যায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে। বেশ কিছুক্ষণ তর্কবিতর্ক ও উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিস বন্ধ করে দেওয়া হয়।

এ সময় মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির পদপ্রত্যাশীরা কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে তর্কবিতর্কে জড়ায়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে প্রায় ২০ মিনিট সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে আহত তিনজন বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ধরনের ঘটনা শুধু মিরপুরেই নয়, দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংগঠনের নেতারা নিজেদের আধিপত্য ধরে রাখতে প্রতিপক্ষের ওপর শারীরিক হামলা চালাচ্ছেন। যা আন্দোলনের স্বচ্ছতা ও নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করছে।

এদিকে এসব ঘটনায় বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের অধিকার রক্ষার উদ্দেশ্যে গড়ে ওঠা আন্দোলনটি এখন ক্ষমতার লড়াইয়ের মঞ্চে পরিণত হয়েছে। সমন্বয়কারীদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা এবং ব্যক্তিগত স্বার্থের সংঘাত আন্দোলনের ঐক্যকে ভেঙে দিচ্ছে বলে মনে করছেন বিশিষ্টজনরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আন্দোলনের উদ্দেশ্য ছিল সমাজে বৈষম্য দূর করা, সেটি এখন নেতৃত্বের লড়াইয়ের কারণে ধ্বংসের পথে। এ ধরনের সংঘাত শুধু আন্দোলনের ভাবমূর্তি নষ্ট করে না, বরং পুরো ছাত্র সমাজের আস্থা হ্রাস করে। বিশেষজ্ঞরা মনে করেন এ সংকট থেকে উত্তরণের জন্য জরুরি ভিত্তিতে সমন্বয়কারীদের অভ্যন্তরীণ বিরোধ মেটানো এবং নেতৃত্বে স্বচ্ছতা আনা প্রয়োজন। না হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ ধরনের সংঘর্ষপূর্ণ পরিস্থিতি চলতে থাকলে এটি শুধু আন্দোলনের ধ্বংস ডেকে আনবে না, বরং সামগ্রিকভাবে ছাত্র সমাজের ন্যায্য অধিকার আদায়ের লড়াইকেও বাধাগ্রস্ত করবে। সংগঠনের মূল উদ্দেশ্য পুনরুদ্ধার এবং ঐক্য বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বৈষম্যবিরোধী-নাগরিক কমিটির নেতাদের হাতাহাতি :

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণকালে দুপক্ষে মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। গতকাল রোববার  বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাহনেওয়াজ অভি, রোদায়ান রিয়াদ, এমরান আহম্মেদ, আসমা আক্তার মিতু, জামান ইসলামের নেতৃত্বে ছাত্র প্রতিনিধিদের একটি দল শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে লিফলেট বিতরণ শুরু করে। অন্যদিকে দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকা থেকে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে পিরোজপুর জেলা সংগঠক মো. মুছাব্বির মাহামুদ ছানি, শহিদুল ইসলাম, সানজিদা আক্তারের নেতৃত্বে লিফলেট বিতরণ ও টাউন ক্লাব মাঠে সমাবেশ করে। পরে দুপুর ১টার দিকে শহরের টাউন ক্লাব চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি। এ ঘটনার বিষয়ে কোনো পক্ষই কথা বলতে রাজি হয়নি।

চট্টগ্রামে সমন্বয়ক ‘অবরুদ্ধ’, মারামারি :
চট্টগ্রামে সাংগঠনিক কর্মসূচি পালন করতে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ ও এক সমন্বয়ককে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটেছে। এজন্য একে অপরকে দোষারোপ করেছে সংগঠনের চট্টগ্রামের দুই সমন্বয়ক ও তার অনুসারীরা। আর এক সমন্বয়ক অবরুদ্ধ করে রাখার অভিযোগ অস্বীকার করেছেন। নগরীর দামপাড়া এলাকায় ওয়াসার মোড়ে সংগঠনের কার্যালয়ে মুখ্য সংগঠক হান্নান মাসউদ ও রাসেল আহমেদকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। এটিকে কেন্দ্র করে সেখানে দুই পক্ষ মারামারিতে জড়ায়। এতে কয়েকজন আহত হওয়ার দাবি করা হয়েছে। এ হামলার জন্য একটি পক্ষ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও তার ঘনিষ্ঠদের এবং অপর পক্ষ রাসেল ও তার পক্ষের লোকজনকে দায়ী করেছেন। সন্ধ্যায় মারামারিতে দুই পক্ষই লাঠিসোটা নিয়ে পরস্পরের ওপর হামলার করেছিল বলে প্রত্যক্ষদর্শীরা বলেছেন এবং পরে দুই পক্ষই সাংবাদিকদের সামনে এসে একই অভিযোগ করেছেন।

মানিকগঞ্জে সমন্বয়ক গ্রুপের মারামারি :
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের দুই গ্রুপের মারামারির ঘটনায় মেহেরাব খান ও মিরাজ নামে দুই ছাত্র প্রতিনিধি আহত হয়েছেন। মেহেরাব মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন। আর মিরাজ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গত শনিবার সন্ধ্যার দিকে মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মেহেরাব খান ও মিরাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের ছাত্র প্রতিনিধি।

ছাত্র প্রতিনিধি ওমর ফারুক জানান, ১৩ জানুয়ারি মানিকগঞ্জে ‘জুলাইয়ের ঘোষণাপত্র’ প্রকাশের লিফলেট বিতরণ কর্মসূচির জন্য প্রতিটি উপজেলা থেকে আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা রাখে তাদের মানিকগঞ্জে ডাকা আলোচনা সভায়।

এর আগে কক্সবাজারে সমন্বয়কদের দুপক্ষের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক পরিচয় দেওয়া নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনা ভিডিও করার সময় এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে আহতও করা হয়েছে। এ ছাড়া বরগুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের অনুষ্ঠানে স্থানীয় ২ সমন্বয়কের গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় এক যুবককে দেশীয় অস্ত্রসহ আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এসব বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য মোহাম্মদ রাকিব খোলা কাগজকে বলেন, ‘কিছু ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটেছে। তবে এখানে যারা আছেন সবাই আমাদের সহযোদ্ধা, বাইরের কেউ নাই। আশা করছি -এগুলো সমাধান হয়ে যাবে।’

অধিকার আদায়ের বদলে নেতাকর্মীরা নেতৃত্বের লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়ছেন কিনা প্রশ্ন করলে ‘নেতৃত্বের লড়াই থাকা ভালো’ জানিয়ে তিনি খোলা কাগজকে বলেন, ‘তবে ব্যাপারটা আবার একদম-ই এরকম না। ৫ তারিখের পর থেকে আমরা সাধারণ মানুষের অধিকার আদায়ের কাজ করছি, যেখানে আন্দোলন হচ্ছে সেখানেই ছুটে যাচ্ছি। সুতরাং আমরা মনে করছি এগুলো আহামরি কোনো বড় ধরনের সমস্যা না, আমরা এগুলো ঠিক করে ফেলতে পারব।’

কমিটি গঠন নিয়ে সংঘর্ষে রূপ নেওয়ার বিষয়টি কীভাবে দেখছেন জানতে চাইলে মোহাম্মদ রাকিব বলেন, ‘সংঘর্ষ-সহিংসতা কোনোভাবে কাম্য নয়, যে ঘটনাগুলো ঘটছে তারাও আন্দোলনকারী। যেহেতু নিজেদের মধ্যে এসব ঘটছে, এটা কেন্দ্রীয়ভাবে তদন্ত করে কী করা যায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

কেকে/এমএস
আরও সংবাদ   বিষয়:  আধিপত্য বিস্তার   সংঘর্ষ   সমন্বয়করা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

যথা সময়ে হবে বিশ্ব ইজতেমা, প্রস্তুত টঙ্গী
জুলাই ঘোষণাপত্রে জনগণের অভিমত নেবে সরকার
জাবি ছাত্রদলের সচিবকে পদবঞ্চিতদের ধাওয়া
ঢাবিতে লাল সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
জাবি ছাত্রদলের সচিবকে পদবঞ্চিতদের ধাওয়া
গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান
কালাই সাংবাদিক পরিষদের কমিটি গঠন
মাদারগঞ্জ উপজেলা তথ্য বাতায়নে বহাল শেখ হাসিনার ছবি

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝