‘দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে এবং তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) এর উদ্বোধন হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহিদ এ. কে. শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৪ এর উদ্বোধন হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আকাশে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে তিনদিন ব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকাদের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. নূরে এলাহী,প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার সাহা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (সদর) মো. শাহ আলম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (সদর) অরুণ কুমার দেবনাথ, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট।
সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলার চ্যাম্পিয়ন দল সদর উপজেলা, কামারখন্দ, কাজিপুর, রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর, চৌহালী ও বেলকুচি উপজেলার নয়টি প্রাথমিক বিদ্যালয় এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
কেকে/এএম