নওগাঁর নিয়ামতপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়েছে। “জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়” প্রতিপাদ্যেকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসানের নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান।
এ সময় অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা অফিসার ইনচার্জ আহসান হাবিব, কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোছাদ্দিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রধান শিক্ষক, বিজ্ঞান শিক্ষক ও শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।
মেলায় উপজেলাধীন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ১৯টি বিজ্ঞান টিম অংশগ্রহণ করে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
কেকে/এএম