সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫,
১২ ফাল্গুন ১৪৩১
বাংলা English

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: পদত্যাগের গুঞ্জনে যা বললেন নাহিদ ইসলাম      এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা এর ওপরে রাখতে পরিপত্র জারি      ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫৮৫      সরকার সম্ভবত লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে: তারেক রহমান      বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয় ‘উগ্র বাম কমিউনিস্টদের’ ভোট দিতে      আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন: আবদুল কাইয়ূম      পাহাড় খেকোদের ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরের অনিহা       
শিক্ষা
প্রাথমিক শিক্ষার সংকট
অনিয়মের বেড়াজালে গঙ্গাচড়ার চরাঞ্চলের শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত
নির্মল রায়, গঙ্গাচড়া (রংপুর)
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৫:২০ পিএম  (ভিজিটর : ১৩৯)
শংকরদহ পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়

শংকরদহ পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়

রংপুরের গঙ্গাচড়া উপজেলার চরাঞ্চলের বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান আশঙ্কাজনকভাবে নিম্নমুখী। সকাল ১০টায় দেরিতে শুরু হওয়া ক্লাস দেড়টা বা তারও আগে শেষ করে শিক্ষকরা বাড়ি ফিরে যান। নিয়ম অনুযায়ী বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত ক্লাস চালু থাকার কথা থাকলেও তা কোনোভাবেই মানা হচ্ছে না।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উত্তর গণেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর দেড়টায় গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের অফিস কক্ষ এবং শ্রেণিকক্ষের দরজায় তালা ঝুলছে। বারান্দায় স্থানীয় শিশুরা হৈচৈ করছে, মাঠে চড়ে বেড়াচ্ছে গরু-ছাগল। বিদ্যালয়ের পাশে থাকা বাসিন্দারা জানান, শিক্ষকরা দেরিতে আসেন এবং দুপুরের মধ্যেই ছুটি দিয়ে চলে যান।

স্থানীয়দের অভিযোগ, সহকারী শিক্ষিকা ফাহিমা খাতুন বিদ্যালয়ের পুরো কার্যক্রম পরিচালনার মূল ক্ষমতা নিজের হাতে রেখেছেন। তিনি প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হওয়ায় তার কথাই বিদ্যালয়ে শেষ কথা। প্রধান শিক্ষক তহমিনা বেগমের কোনো নির্দেশ কার্যকর হয় না।

কুতুব তুলসীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পাঁচজন শিক্ষক থাকার কথা থাকলেও মাত্র দুজন উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক আনিসুর রহমান ‘ক্যাব প্রোগ্রামে’ থাকার কথা জানালেও অন্য শিক্ষকের অনুপস্থিতি সম্পর্কে কোনো সদুত্তর দেননি। সহকারী শিক্ষক সোলায়মান গণি বিদ্যালয়ে অনিয়মিত থাকেন, কারণ তিনি সাবেক বিবাহ রেজিস্ট্রার হিসেবে প্রভাবশালী এবং ম্যানেজিং কমিটির ঘনিষ্ঠ।

এই ধরনের অনিয়মের ফলে কোমলমতি শিক্ষার্থীরা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে না। অভিভাবকরা তাদের সন্তানদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে নিরুৎসাহিত হচ্ছেন। অনেকেই বেশি খরচ করে পার্শ্ববর্তী বেসরকারি কিন্ডারগার্টেনে ভর্তি করাতে বাধ্য হচ্ছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাগমা শিলভিয়া খান জানিয়েছেন, বেশ কিছু বিদ্যালয়ে শিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। ইতোমধ্যেই কয়েকজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম আশ্বাস দিয়েছেন, বিদ্যালয়ের সঠিক কার্যক্রম নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এএম

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নোবিপ্রবিতে ইশারা ভাষা বিষয়ক কর্মশালার আয়োজন
শ্রীমঙ্গলে লাইব্রেরি ও শিশু উদ্যান দখলমুক্ত করার দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম
রাবিকে পেছনে ফেলে সহকারী জজে সারা দেশে প্রথম হলেন ববির সাদিয়া
কোহলির সেঞ্চুরিতে উড়ে গেল পাকিস্তান
পদত্যাগের গুঞ্জনে যা বললেন নাহিদ ইসলাম

সর্বাধিক পঠিত

সায়ান রিসোর্টের আড়ালে নারী ও মাদক ব্যবসা
ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি মীর নেওয়াজ
বিদ্যালয়ে না গিয়েও সুবিধা ভোগের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
পুত্র সেজে ভাতিজা তোলেন মুক্তিযোদ্ধা ভাতা, জড়িত ইউপি সচিব
আম্পায়ারের ভুল সিদ্ধান্তে পাবিপ্রবির ক্রিকেট ফাইনাল বন্ধ

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝