সোমবার, ২১ এপ্রিল ২০২৫,
৮ বৈশাখ ১৪৩২
বাংলা English

সোমবার, ২১ এপ্রিল ২০২৫
শিরোনাম: হাতিরঝিলে অবৈধ পকেট গেট বন্ধের নির্দেশ রাজউক চেয়ারম্যানের      প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেফতার ৩      হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ       জামায়াত নেতা আজহারের আপিল শুনানি মঙ্গলবার      সন্ত্রাসীদের হাতে থানা লুটের অস্ত্র-গুলি      বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেল প্রকল্প স্থগিত      প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন আজ      
গ্রামবাংলা
পতিত জমিতে সরিষা চাষে স্বপ্ন দেখছেন শান্তিগঞ্জের কৃষকরা
নোহান আরেফিন নেওয়াজ, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ)
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৬:০০ পিএম  (ভিজিটর : ৩১৮)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাষাবাদের অনুপযোগী হাওরবেষ্টিত সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কৃষি বিপ্লবের সূচনা হয়েছে সরিষা চাষের মাধ্যমে। চলতি বছর ১৪০ হেক্টর পতিত জমিতে সরিষার চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ১০ হেক্টর বেশি। এর ফলে স্থানীয় কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে উপজেলা কৃষি বিভাগ ২৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বারি সরিষা-৯, বারি সরিষা-১৪, এবং বিনা সরিষা-১১ জাতের উন্নতমানের বীজ ও সার বিতরণ করেছে।

শান্তিগঞ্জ উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি বছর ১৪০ হেক্টর জমিতে সরিষার চাষ থেকে ১৮৬ মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর থেকে আনুমানিক ৭৪,৫০০ লিটার ভোজ্য তেল উৎপাদন হবে, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার টাকা।

চিকারকান্দি গ্রামের কৃষক কামরুল ইসলাম বলেন, এই বছর প্রায় ৭ কেয়ার (২ একর ১০ শতক) জমিতে সরিষা চাষ করেছি। সরকারি সহযোগিতায় বিনামূল্যে বীজ পেয়েছি। খরচের তুলনায় এবার ফলন খুব ভালো হয়েছে। আশা করছি ভালো লাভ হবে।

শিমুলবাঁক ইউনিয়নের ধনপুর গ্রামের শহিদ মিয়া বলেন, আমাদের অঞ্চলে পানি সংকট বেশি, তবে কৃষি অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ পেয়েছি। এবার ৪ কেয়ার জমিতে সরিষা চাষ করেছি। ফলন দেখে লাভের আশা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব জানিয়েছেন, বুরো ফসলের অনুপযোগী জমিতে সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে। সার ও বীজ বিতরণের পাশাপাশি নিয়মিত পরামর্শ প্রদান করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে এবং আমরা আশাবাদী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

সরিষা চাষে কম খরচে ভালো ফলন পাওয়ায় কৃষকরা দারুণ খুশি। পতিত জমি ব্যবহারের ফলে জমিগুলোও চাষাবাদের জন্য উপযোগী হচ্ছে। এ ধরনের উদ্যোগ কেবল কৃষকদের অর্থনৈতিক উন্নতিই নয়, বরং স্থানীয় ভোজ্য তেলের চাহিদা মেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বন্দরে কিশোর সোহান হত্যা মামলার আসামি কাজল গ্রেফতার
খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান
রায়গঞ্জে অনাবৃষ্টি ও দাবদাহে ঝরে পড়ছে মৌসুমি ফল
রেল স্টেশনে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে মারধর
হাতিরঝিলে অবৈধ পকেট গেট বন্ধের নির্দেশ রাজউক চেয়ারম্যানের

সর্বাধিক পঠিত

‘আর একবার যদি ছেলের মুখে মা ডাকটা শুনতে পারতাম’
৪ কোটি টাকার বাস টার্মিনাল ১৫ বছর ধরে পরিত্যক্ত
নালিতাবাড়ীতে ৬ মাসে বালু সংক্রান্ত অভিযানে ৬০ লাখ টাকা জরিমানা
শালিখার থিম সং শুনে আমি মুগ্ধ : গণশিক্ষা উপদেষ্টা
দুদক দুর্নীতি করে এটা মোটেও উড়িয়ে দেওয়া যায় না

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close