সোমবার, ২০ জানুয়ারি ২০২৫,
৭ মাঘ ১৪৩১
বাংলা English

সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: মিরপুরে বাটার শোরুমের আগুন নিয়ন্ত্রণে      নাইজেরিয়ায় ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ৮৬      বিএনপির আলোচনা সভায় সাংবাদিক পরিচয়ে শিবির কর্মী আটক       ৪১ পেয়েই চান্স, ৭০ পেয়েও কাঁদছেন অনেকেই      আজ সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা      অভিযোগ অনুসন্ধানে গড়িমসি, গুলশানের ওসি সাময়িক বরখাস্ত      কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু      
জাতীয়
ট্র্যাব’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র হলেন আবু আবিদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৬:৩১ পিএম  (ভিজিটর : ১০১)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি নিবন্ধিত সাংবাদিক সংগঠন টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনের মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ আবু আবিদ।

রোববার (১২ জানুয়ারি) সংগঠনটির সভাপতি কাদের মনসুর ও সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা প্রকাশ করা হয়।

এ সম্পর্কে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) এর সভাপতি কাদের মনসুর বলেন, আমরা দীর্ঘদিন ধরে তার মতো একজন মানুষের খোঁজ করছিলাম। সকলেই তাকে একজন জনপ্রিয় সমাজকর্মী হিসেবে চেনেন। তিনি একজন সফল সংগঠক। দূর্বার তারুণ্য ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি নিজেকে প্রমান করেছেন। তার ইউনিক আইডিয়া গ্রহণ ও বাস্তবায়নের জন্য তিনি পুরো দেশ তথা বিশ্বব্যাপী এখন সমাদৃত। তার আইডিয়া ও অদম্য নেতৃত্বের গুনাবলী আমাদের সংগঠনকে আরও গতিশীল ও দৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি। তাকে নিয়ে সংগঠনের সকলে খুবই আশাবাদী। 

দায়িত্ব পাবার পর মুহাম্মদ আবু আবিদ জানান, গণমাধ্যমে যখন কাজ শুরু করেছিলাম, তখন থেকেই এই সংগঠনের বিভিন্ন কাজ আমার নজর কেড়েছে। হঠাৎ যখন উক্ত সংগঠনে পদের প্রস্তাব আমি পাই, তখন থেকেই আমার মধ্যে একটি মিশ্র অনুভূতি কাজ করছে। একদিকে অনেক আনন্দ অনুভব করছি, অন্যদিকে এতবড় দায়িত্ব পালন করার সাহস সঞ্চার করছি। তবে যদি আপনাদের সকলের সহযোগিতা আমি পাই, তাহলে এই সংগঠন অনেক দূর এগিয়ে যাবে। তবে আমার মতো নগণ্য মানুষের জন্য এটা অনেক বড় প্রাপ্য সম্মাননা। যারা আমাকে এই পদে আসীন করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। 

মুহাম্মদ আবু আবিদ দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত। বর্তমানে  তরুণ প্রজন্মের কাছে তিনি একজন  জনপ্রিয় সমাজকর্মী ও সাংবাদিক হিসাবে পরিচিত। তিনি সামাজিক ও স্বোচ্ছাসেবী সংগঠন ‘দুর্বার তারুণ্য ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা। দুর্বার তারুণ্য ফাউন্ডেশন ২০১৯ সালে প্রতিষ্ঠিত হলেও আবিদের একের পর এক ব্যতিক্রম পরিকল্পনা বাস্তবায়ন ও সামাজিক কাজে শৈল্পিকতা নিয়ে আসায় খুব অল্প সময়ে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা লাভ করে। ইতোমধ্যেই দুর্বার তারুণ্য ফাউন্ডেশন এর কার্যক্রমের মাধ্যমে তিনি নানা জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে দেশের স্যাটেলাইট চ্যানেলসহ নানা গণমাধ্যমে সাংবাদিকতা করছেন। বর্তমানে মুহাম্মদ আবু আবিদ ঢাকা থেকে প্রকাশিত মিডিয়াভুক্ত একটি দৈনিক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও অনলাইন চীফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনে বিভিন্ন পদে কাজ করছেন।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মিরপুরে বাটার শোরুমের আগুন নিয়ন্ত্রণে
নাইজেরিয়ায় ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ৮৬
বিএনপির আলোচনা সভায় সাংবাদিক পরিচয়ে শিবির কর্মী আটক
৪১ পেয়েই চান্স, ৭০ পেয়েও কাঁদছেন অনেকেই
আজ সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সর্বাধিক পঠিত

প্রেমিকের হাত ধরে বাংলাদেশে ভারতীয় গৃহবধু
রায়পুরায় ট্রেনের ধাক্কায় স্বেচ্ছাসেবক দলের দুই কর্মী নিহত
চাটখিলে সাংবাদিকের উপর হামলা, থানায় অভিযোগ
আওয়ামী লীগ নেতার দখলে থাকা এগারো বিঘা জমি ২০ বছর পর উদ্ধার
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝