মানুষ চায় জনগণের সরকার, সেই সাথে রাষ্ট্রীয় সংস্কার, এই আলোকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
সোমবার (১৩ জানুয়ারি) রূপনগর থানা বিএনপি কর্তৃক আয়োজিত ৩১ দফা বাস্তবায়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, মানুষ ১৭ বছরের হারানো ভোটের অধিকার ফিরে পেতে চায়, প্রাণ খুলে নির্ভয়ে ভোট দিতে চায়, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়। সেজন্য প্রত্যেক নেতাকর্মীর প্রতি আহ্বান জানানো হয় যেন এই ৩১ দফা নিয়ে সাধারণ মানুষের সাথে আলোচনা করেন এবং এই ৩১ দফা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন।
রুপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উপদেষ্টা ড. মাহাদী আমিন ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।
হাজী মোস্তফা জামান বলেন, গত ১৭ বছর আমরা যেভাবে নির্যাতিত হয়েছি। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। আমাদের অনেক ভাই ও বোনেরা গুম হয়েছে। গত ১৭ বছরে আমরা বহু লাশ দেখেছি। এখনো যারা গুম হয়ে আছে তাদের সন্ধান প্রত্যাশী।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাসিনার এই সিস্টেম থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম যেন এ ধরনের পরিস্থিতি আর কখনো না দেখে। আমরা প্রতিহিংসা পরায়ণ নই, আমরা ভ্রাতৃত্বের বাংলাদেশে বিশ্বাস করি, আর সেই আলোকেই আমাদের ৩১ দফা। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সেই আলোকে কাজ করে যাচ্ছি। আমরা চাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক সিস্টেমের পতন।
এছাড়াও কর্মশালায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, মাহবুব আলম মন্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফরিদ হোসেন সাংগঠনিক সম্পাদক এস এ খোকনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নগরের নেতৃবৃন্দ।
কেকে/এএম