জুলাই-আগস্ট আন্দোলনে রাজশাহী মহানগর পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিব্ধ। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি পুলিশও সরাসরি গুলি চালায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে।
গত ৫ আগস্ট দুপুরে পুলিশের গুলিতে নিহত হয় একজন। গুলিতে আহত অপর একজন পরবর্তিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওইদিন তৎকালীন পুলিশ কমিশনার বিজয় বিপ্লব তালুকদারসহ মহানগর পুলিশের উর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা গুলি চালিয়ে আন্দোলন দমানোর সাথে জড়িত ছিলেন।
৫ আগস্টের পুলিশের আক্রমণাত্মক ভূমিকার কারণে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা সেদিন বোয়ালিয়া মডেল থানা, বোসপাড়া পুলিশ ফাঁড়ি, মহানগর পুলিশের সদর দপ্তরসহ পুলিশের বেশকিছু স্থাপনা ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ভয়াবহ ইমেজ সংকটে পড়ে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের কমিশনার পদে যোগ দিয়ে পুলিশের হারানো ইমেজ ফেরাতে নানামুখি তৎপরতা শুরু করেছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। গত চার মাসে তার নির্দেশনা ও নেতৃত্বে পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে অস্ত্র, সন্ত্রাসী তৎপরতায় জড়িত শতাধিক ব্যক্তিকে হয়েছে গ্রেফতার। পুলিশের মনবোল বাড়াতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
পুলিশ সূত্র জানায়, গত ৫ আগস্টের পর হঠাৎ করেই নগরীতে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা বেড়েছিল। ভেঙে পড়েছিল আইন-শৃঙ্খলা পরিস্থিতি। গত ৭ সেপ্টেম্বর ১৭তম বিসিএস ব্যাচের মোহাম্মদ আবু সুফিয়ান রাজশাহী মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর সামাজিক অপরাধ দমনে নানামুখী উদ্যোগ নেন।
আরএমপির মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, নতুন পুলিশ কমিশনার যোগদানের পর গত ডিসেম্বর পর্যন্ত রাজশাহী মহানগর পুলিশের ৭৭২ জন বিভিন্ন পর্যায়ের সদস্যকে বদলি করা হয়েছে। একই সময়ে ৭৪২ জন আরএমপিতে যোগ দিয়েছে।
আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত আরএমপির বিভিন্ন থানায় ৬৯৯টি মামলা রেকর্ড হয়েছে। এসব মামলায় এক হাজার ২৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন পরবর্তী সহিংসতায় নগরীর বিভিন্ন থানায় ৪২টি মামলা হয়েছে। এসব মামলায় ২০০৫ জন এজাহার নামীয় আসামিসহ ৭ হাজার ৭৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর মধ্যে এসব মামলায় ৮৯ জন এজাহার নামীয় এবং ১০৪ জন সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, পুলিশ কমিশনারের নেতৃত্বে চুরি, ছিনতাই, মাদক, অস্ত্রসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করছে আরএমপির বিভিন্ন ইউনিট।
সাবিনা ইয়াসমিন আরও বলেন, সাইবার ইউনিটের সহায়তায় হারানো মোবাইল উদ্ধার, নিয়মিত অভিযান পরিচালনা ও অপরাধী গ্রেফতার, অসামাজিক কাজে লিপ্ত আবাসিক হোটেলে অভিযান, জুয়াড়ি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আটক, অস্ত্র উদ্ধার, দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিধ্বস্ত থানা মেরামত, চাঁদাবাজ আটক, মাদক, জাল টাকা উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, চোরাই মোটরসাইকেল উদ্ধার, সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়, বিস্ফোরক মামলার আসামী গ্রেফতার, ক্লাস ফাঁকি দেওয়া ছাত্রদের আটক করে অভিভাবকের জিম্মায় প্রদান, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারকারীকে আটক, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় নানা উদ্যোগ গ্রহণ, ছিনতাইকারী আটকসহ বিভিন্ন অপরাধে অপরাধী ও সামাজিক কাজ করছে মহানগর পুলিশ।
আরএমপি সূত্র মতে, গত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত মহানগর পুলিশের ১৬৪টি অস্ত্র লুট হয়েছে। পুলিশ কমিশনারের নেতৃত্বে এসব অস্ত্রের মধ্যে এরই মধ্যে ১৪৭টি উদ্ধার করা হয়েছে।
এছাড়া আগুনে বিধ্বস্ত সাইবার অপরাধ দমন ইউনিট, মহানগর গোয়েন্দা শাখাসহ সব থানা থেকে পাওয়া মামলা, অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি), হারোনো মোবাইল উদ্ধার, সোশ্যাল মিডিয়ার ফেক আইডি ব্যবহারের মাধ্যমে অপপ্রচার, পর্নোগ্রাফি এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সংঘটিত অপরাধের তদন্ত কার্যক্রমে এরই মধ্যে সফলতা অর্জন করছে মহানগর পুলিশ।
এদিকে, জুলাই-আগস্ট আন্দোলনে মহানগর পুলিশের ৫৬টি যানবাহন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে পুরোপুরি পুড়ে গেছে ২৭টি যানবাহন। এর মধ্যে মেরামত করে ২৯টি যানবাহন ব্যবহার শুরু হয়েছে এবং ৪টি নতুন যানবাহন পুলিশ সদর দপ্তর থেকে এসেছে।
আন্দোলন পরবর্তী সহিংসতায় আরএমপি সদর দপ্তরসহ সাইবার ক্রাইম ইউনিট ভবন, ট্রাফিক অফিস, ডিবি অফিস, বোয়ালিয়া মডেল থানা ভবন, মালোপাড়া পুলিশ ফাঁড়ি, উপ-শহর পুলিশ ফাঁড়ি, শিল্পনগর পুলিশ ফাঁড়ি, রেলগেইট পুলিশ বক্স, বাস টার্মিনাল পুলিশ বক্স, রাজপাড়া থানা, লক্ষীপুর পুলিশ বক্স, কাশিয়াডাঙ্গা থানা, কেশবপুর পুলিশ ফাঁড়ি, কাশিয়াডাঙ্গা পুলিশ বক্স এবং কাটাখালি পুলিশ ফাঁড়ি ক্ষতিগ্রস্থ হয়।
পুলিশ কমিশনার পদে যোগ দিয়ে মোহাম্মদ আবু সুফিয়ানের নেতৃত্বে এরই মধ্যে আরএমপি সদর দপ্তর ভবন, ডিবি অফিস, ট্রাফিক অফিস সংস্কার করে চালু করা হয়েছে। এছাড়া নতুন ভবন ভাড়া নিয়ে রাজপাড়া থানার কার্যক্রমও পুরোপুরি চালু হয়েছে।
পুলিশ সূত্র জানায়, পুলিশি সেবা নগরবাসীর দৌরগোড়ায় পৌঁছে দিতে এবং যেকোনো তথ্য ও সেবা পেতে আরএমপিতে গত সেপ্টেম্বরে তথ্য ও সেবা কেন্দ্র চালু করেছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। যার নম্বর ০১৩২০০৬৩৯৯৯। এই সেবা সেন্টার ২৪ ঘন্টা চালু থাকছে। নগরবাসী যে কেউ যখন তখন হটলাইন নম্বরে ফোন করে জানাতে পারছে তাদের অভিযোগ।
এছাড়া রাজশাহী মহানগরীতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় উদ্যোগ গ্রহণ ও যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধে চালক ও মালিকদের নিয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সচেতনতামূলক র্কমশালার আয়োজন করছে। পাশাাপাশি আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ট্রাফিক বিভাগ ১ হাজার ৮৬০টি মামলা করেছে।
এ সময় জরিমানা আদায় করা হয়েছে ৫৩ লাখ ৬১ হাজার ১২৫ টাকা। এছাড়া পুলিশ কমিশনার রাজশাহীর সিনিয়র সিটিজেন ফোরাম ও সাহেববাজার কেন্দ্রিক মার্কেটসমূহের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আটকের পর সচেতন করা, কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি করতে এবং সমাজ থেকে অপরাধ ভীতি দূর করতে বিট পুলিশিং কর্মসূচি জোরদার করছেন।
পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, পুলিশ একটা সংকটের মধ্যে পড়েছিল। সেই সংকট কাটিয়ে উঠতে এখন নানা কার্যক্রম নেওয়া হয়েছে। ইতোমধ্যে পুলিশ সক্রিয় হয়েছে। মানবিক পুলিশ গড়তে তারা কাজ করছেন। এখন মূলত পুলিশের ইমেজ ফেরানোই বড় চ্যালেঞ্জ। সেটি ধীরে ধীরে ফিরছে বলে দাবি করেন তিনি।
কেকে/এএম