বাংলাদেশ পুলিশে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার ৭৫ জন কর্মকর্তাকে একযোগে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়টি জানানো হয়।
উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনগুলোয় উল্লেখ রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনগুলো দেখতে ক্লিক করুন:
প্রজ্ঞাপন-১,
প্রজ্ঞাপন-২,
প্রজ্ঞাপন-৩,
প্রজ্ঞাপন-৪।
বদলি করা এসব কর্মকর্তাদের পুলিশ হেডকোয়ার্টার ছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), সিআইডি, এসবি, র্যাব, পিবিআই, এপিবিএনসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
কেকে/এজে