বান্দরবানের লামার ছাগলখাইয়া এলাকায় অবৈধ ইটভাটায় জ্বালানী কাঠ পোড়ানো ও পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) লামা পৌরসভার ছাগলখাইয়া হেডম্যান পাড়া এলাকায় অবৈধভাবে পরিচালিত এসএমবি ব্রিকসের মালিক শামসুদ্দিনের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ এর ৬ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়।
অভিযানে ১৫০ ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়েছে এবং ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন লামা উপজেলার নির্বাহী অফিসার (অ. দা.) ও সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। লামা বন বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং লামা থানার সহযোগিতায় এ অভিযান সম্পন্ন হয়।
লামা উপজেলার নির্বাহী অফিসার রুপায়ন দেব বলেন, এ এলাকায় কোনো ইটভাটার অনুমতি দেওয়া হয়নি। জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এএম