নাটোরের গুরুদাসপুরে যুবলীগের হামলায় পৌর ছাত্রদলের আহবায়ক শাকিল আহমেদসহ বিএনপি ও ছাত্রদলের অন্তত ১১ নেতা-কর্মী আহত হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার চাঁচকৈড় মধ্যমপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহতদের ৭ জানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গুরুদাসপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু রায়হান জানান, ৬ মাস আগে পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন চাল ব্যবসায়ী বিএনপি কর্মী রিজভী আহমেদ রাকিবের কাছ থেকে ৩০ বস্তা চাল বাঁকীতে নিয়ে যায়। কিন্তু দীর্ঘদিনেও সেই টাকা পরিশোধ করেনি। সম্প্রতি আলমগীরের কাছে পাওনা টাকা দাবী করেন রাকিব। এরই জের ধরে গত বুধবার রাকিবকে মারধর করে আলমগীর ও তার সহযোগিরা।
এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন রাকিব। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে আলমগীর দেশীয় অস্ত্রসহ তার সহযোগিদের নিয়ে রাকিবের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে আহত করে। এসময় রাকিবের সাথে থাকা পৌর ছাত্রদলের আহবায়ক শাকিলসহ বিএনপি ও ছাত্রদলের আরও ৯ জনকে কুপিয়ে জখম করে চলে যায় তারা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ছাত্রদল নেতা শাকিল আহমেদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার পর বিক্ষুদ্ধ বিএনপি নেতা-কর্মীরা মধ্যমপাড়া এলাকায় যুবলীগ কর্মীদের বেশ কয়েকটি বাড়ি ভাংচুর করে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবু রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেকে/এমআই