বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হল থেকে ফুল চুরির করে তিন শিক্ষার্থীর বিরুদ্ধে ভক্তি কুটির ইসকন মন্দিরে পূজা করার অভিযোগ উঠেছে ।
সোমবার (১৩ জানুয়ারি) ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম এক শিক্ষার্থীকে তিন বস্তা ফুলসহ ওই মন্দিরে হাতেনাতে ধরেন ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওই তিন শিক্ষার্থী সকালে হল থেকে তিন বস্তা ফুল বের করেন। এরপর গার্ডরা হল প্রভোস্টকে জানালে দুপুরের দিকে তিনি হাতেহাতে ধরেন। অভিযুক্ত ওই শিক্ষার্থীর একজন শহীদ নাজমুল আহসান হলের এবং অপর ২ জন শহীদ শামছুল হক হলের।
জানা গেছে, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির ৭ নং ধারা অনুযায়ী শহীদ নাজমুল আহসান হলের একজন শিক্ষার্থীকে জরিমানা করা হয়। অপর দুই শিক্ষার্থরে ছাত্রত্ব না থাকায় তাদের হল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ধর্মীয় প্রার্থনা চুরি করা জিনিস দিয়ে হতে পারে না। অভিযুক্তরা পরিণত বয়সের শিক্ষার্থী। এটি ক্ষমার অযোগ্য অপরাধ। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে ।
কেকে/ এমএস