জুলাই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকায় এবং ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর পদার্থবিজ্ঞান বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মোঃ রানা বাবুকে বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারী) আনুমানিক রাত ৮ টার সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এর আগে জুলাই ছাত্র আন্দোলনে অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মারধর এবং হুমকি দিয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা ও নতুন করে ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়াও জুলাই ছাত্র আন্দোলনের বশেমুরবিপ্রবির সমন্বয়ককে মারধর করে হাত ভেঙ্গে দেওয়ার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী নিঘাত রৌদ্র বলেন,‘আন্দোলনের পরবর্তী সময়ে রানা বাবু আমার কাছে স্বীকারোক্তি দেয়, যে একজন প্রশাসনিক কর্মকর্তার বাসায় সে ২৯ তারিখ (২৯ জুলাই) সকালে মিটিং করে। সেখানে আমাকে মারার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী রানা বাবু ও জাহাঙ্গীর আলম গিয়ে লোকাল পুলাপান এরেন্জ করে আক্রমণের ব্যবস্থা করে।’
আটকের বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি বলেন, ‘সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে আজ বিশ্ববিদ্যালয় থেকে এরেস্ট করা হয়। ’
কেকে/এমএস