কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ছাত্র আন্দোলনে হামলায় ব্যবহার করা দুটি বিদেশি পিস্তল গুলি ম্যাগজিন ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেফতার কর হয়৷
সোমবার ১৩ (জানুয়ারি) মধ্যরাতে কুমিল্লা আদর্শ সদর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে আটক করে সেনাবাহিনীর একটি দল।
গ্রেফতার দুজন হলেন, অশোকতলা এলাকার মৃত মোবারক আলীর ছেলে জাকির(৩৮) ও একই এলাকার মৃত্যু আবদুল আলিমের ছেলে লিটন(৪২)।
সূত্র জানায়, দুইজনই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলো জুলাই-আগস্টে কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যবহার করা হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে কুমিল্লা নগরীর স্টেশন রোডে বিআরটি ট্রেনিং ডিপো অফিসে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ২৩ বীরের ক্যাপ্টেন সাদমান।
তিনি জানান, রোববার দিবাগত রাতব্যাপী নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে জাকিরকে আটক করা হয়। তার দেয়া তথ্যে লিটন নামে আরেকজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৭.৬৫ বোরের দুটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২ টি ম্যাগাজি, চাপাতি ছুরিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছিলো ।
আটক দুইজনের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
কেকে/এমএস