শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শিরোনাম: ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদ এখনো যায়নি: জামায়াত আমির      রাষ্ট্রের গুণগত মৌলিক পরিবর্তনে জনগণের অধিকার রক্ষা করবে: নাহিদ      হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন      পেঁয়াজে পুরনো সিন্ডিকেট      রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত      অনিয়মে নিমজ্জিত মেঘনা গ্রুপ      যুক্তরাষ্ট্রদোহী আন্দোলনে ভিসা বাতিল হওয়া অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী      
গ্রামবাংলা
শরীয়তপুরে ডিবিসি নিউজের সাংবাদিকের ওপর হামলা
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩:৫৫ পিএম আপডেট: ১৪.০১.২০২৫ ৩:৫৯ পিএম  (ভিজিটর : ১৭০)
হামলার শিকার সাংবাদিক রাজিব হোসেন রাজন।

হামলার শিকার সাংবাদিক রাজিব হোসেন রাজন।

শরীয়তপুরে ডিবিসি নিউজ ও খবরের কাগজের জেলা প্রতিনিধি রাজিব হোসেন রাজন ও তার স্ত্রীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।

এ ঘটনায় সোমবার (১৩ জানুয়ারি) রাতে ডামুড্যা থানায় হত্যা চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা করেছেন ভুক্তভোগী সাংবাদিক। এর আগে সোমবার সকালে তিতুমীর কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান আলমগীরের নির্দেশে তার পরিবার দ্বারা এ সন্ত্রাসী হামলার শিকার হন তিনি।

আহত সাংবাদিক রাজিব হোসেন রাজন ডিবিসি নিউজ ও খবরের কাগজের শরীয়তপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তার স্ত্রী ঢাকা আল্ট্রা ম্যাটসের একজন ইন্টার্ন চিকিৎসক।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিরোধ চলে আসছিল ভুক্তভোগী সাংবাদিক ও সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর এবং তার পরিবারের সাথে। শুক্রবার (১০ জানুয়ারি) সামান্য কথা কাটাকাটি নিয়ে আলমগীর ও তার স্ত্রী শান্তা ওই সাংবাদিকের অনুপস্থিতে তার স্ত্রীকে রাতে মারধর করতে যায়। পরে স্থানীয়রা উপস্থিত বাধার মুখে তারা চলে যায়। এ ঘটনার রেশ ধরে তার আপন ছোট ভাই বোরবান উদ্দিন পরের দিন অশ্লীলভাষায় গালিগালাজ করতে থাকে।

পরের দিন ওই সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত একজনের কাছে গালিগালাজ বিষয় জানতে চাইলে আলমগীরের ভাই বোরহান, বাবা ইচাহাক আকন, তার বোন লিপি ও মা সেলিনা বেগম এসে আলমগীরের নির্দেশে ওই সাংবাদিক ও তার স্ত্রীর ওপর হামলা চালায়। পরে খবর পেয়ে ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

এ ঘটনায় রাতে সন্ত্রাসীদের বিরুদ্ধে ডামুড্যায় থানায় হত্যা চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।

এ ব্যাপারে সাংবাদিক রাজিব হোসেন রাজন বলেন, সামান্য কথা কাটাকাটির জেরে আলমগীর ও তার পরিবারের সদস্যরা আমার স্ত্রীর ওপর হামলা করেছে। এর প্রতিবাদ করায় ফের আলমগীর আমার ও আমার স্ত্রীর ওপর হামলা করে। ইতোপূর্বে তারা একইভাবে হামলা করেছিল। আমি অবিলম্বে আলমগীরের গ্রেফতার ও বিচার দাবি করছি।

অন্যদিকে, অভিযুক্ত মেহেদী হাসান আলমগীরের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, সাংবাদিক রাজিব হোসেন রাজন ও তার স্ত্রীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শরীয়তপুর জেলার বিভিন্ন সাংবাদিক।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেরা দশ শিক্ষার্থীর পরিচয়
শিগগির প্রাথমিকে বড় নিয়োগ হবে: গণশিক্ষা উপদেষ্টা
কালীগঞ্জে কুকুরের কামড়ে এক সপ্তাহে আহত অর্ধশতাধিক
নালিতাবাড়ীর বিটিসিএল অফিসের চুরি হওয়া ব্যাটারিসহ গ্রেফতার ২
কুমিল্লায় নারী উদ্যোক্তা নিয়ে হেয়ার অ্যাডভান্স ট্রেনিং অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

প্রভাবশালীরা গিলে খাচ্ছেন হাওরের জমি, হুমকির মুখে জীববৈচিত্র্য
ফতুল্লায় যুবককে গুলি করে হত্যায় প্রধান আসামী বাবু গ্রেফতার
সিমেবি’র ভিসিকে বেতনবঞ্চিতদের ৪৮ ঘন্টার আলটিমেটাম
চুয়াডাঙ্গার জীবননগরে অনার্স পড়ুয়া কিশোরীর আত্মহত্যা
সুতার বাজার হারিয়ে দিশাহারা ভারত

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close