“তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে তারুণ্যের উৎসব ২০২৫ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ফুলবাড়ী উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রেহনুমা তারান্নুমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, ওসি মামুনুর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহতাব হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমানসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা স্বাধীন প্রমুখ।
তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্নমশালায় উঠে আসে নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে।
কেকে/এএম