গাজীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে ভাওয়ালগড় ইউনিয়ন এলাকার ৩শ’ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. রফিকুল ইসলাম, গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর উপ অধিনায়ক মেজর মো. শরিফুল ইসলাম ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মুয়াজ। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভী, ইউপি সদস্য আবিদ হোসেন বাবুল, বিএনপি’র নেতা কাজী শহিদুল্লাহ। এছাড়াও স্থানীয় পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
ইতঃপূর্বে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) গরিব ও দুঃস্থদের মাঝে খাবার, ত্রাণ সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতে বিজিবির এ ধরণের কল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।
কেকে/এজে