গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণটি কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ অনুষ্ঠানে গাজীপুর জেলা নির্বাচন অফিসার এএইচ এম কামরুল হাসান, কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশিদ, টঙ্গী নির্বাচন অফিসার ফারজানা আবেদীন, কালিগঞ্জ নির্বাচন অফিসার নাজমুল ইসলাম, গাজীপুর সদর নির্বাচন অফিসার তারেক আজিজ, এবং কালিয়াকৈর নির্বাচন অফিসার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন এবং প্রশিক্ষণ প্রদান করেন।
জেলা নির্বাচন অফিসার এএইচ এম কামরুল হাসান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, বাড়ি বাড়ি গিয়ে সঠিক ও নির্ভুলভাবে ভোটারদের তালিকা তৈরি করতে হবে।
তিনি আরও আরও বলেন, বিশেষভাবে সতর্ক থাকতে হবে যেন রোহিঙ্গা বা ভারতীয় নাগরিকরা ভোটার হিসেবে তালিকাভুক্ত না হন।
উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশিদ জানান, ২৮ জন সুপারভাইজার ও ১৪৮ জন তথ্য সংগ্রহকারী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণের পরবর্তী কার্যক্রম শুরু হবে আগামী ২০ জানুয়ারি থেকে। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে, যা ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
কেকে/এএম