বিদায়ী বছরে সিলেট বিভাগে ৩৫৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ দিয়েছেন ৩৭৫ জন। আহত হয়েছেন ৭০৯ জন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি মোটরসাইকেলচালক ও আরোহী। বিভাগের মধ্যে সিলেটে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গেল বছরে সিলেট জেলায় ১৫৫টি সড়ক দুর্ঘটনায় ১৫৭ জন, সুনামগঞ্জ জেলায় ৬৪টি সড়ক দুর্ঘটনায় ৫৬ জন, মৌলভীবাজারে ৫৭টি সড়ক দুর্ঘটনায় ৬৭ জন ও হবিগঞ্জ জেলায় ৮৩টি সড়ক দুর্ঘটনায় ৯৫ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে ২৮৭ জন পুরুষ, ৫৮ জন নারী ও ৩০ জন শিশু রয়েছেন।
নিহতের মধ্যে মোটরসাইকেলচালক ও আরোহী ১৩৭ জন, সিএনজি লেগুনাচালক ও যাত্রী ৮৫ জন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৪২টি দুর্ঘটনায় ৬১ জন, পথচারী ৬৯ জন, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ৩০ জন নিহত হয়েছে।
সিলেট জেলার সড়ক দুর্ঘটনার মধ্যে সিলেট-তামাবিল সড়কে ২০টি দুর্ঘটনায় ৩১ জন, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ২২টি দুর্ঘটনায় ২৩ জন, সিলেট-জকিগঞ্জ সড়কে ১৩টি দুর্ঘটনায় ১৭ জন, দরবস্ত-কানাইঘাট সড়কে ৮টি দুর্ঘটনায় ৮ জন, গোয়াইনঘাট সড়কে ৭টি দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ২৮৭ জন পুরুষ, ৫৮ জন মহিলা ও ৩০ জন শিশু রয়েছে।
প্রতিবেদনে ২০২৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সিলেট বিভাগের সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে।
নিসচা সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু জানান, স্থানীয় পাঁচটি দৈনিক পত্রিকা, দুটি জাতীয় দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচার শাখা সংগঠনগুলোর রিপোর্টের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়।
কেকে/এএম