বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. রুহুল আমিন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। বিএনপির অভিভাবক তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কেউ কারো প্রতি প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ণ হবেন না।
গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন শাখা আয়োজিত তুলশির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনমুখী দল তাই আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী আদর্শের সব নেতাকর্মীকে সাধারণ জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। কেউ যাতে অন্যায় কাজ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
রুহুল আমিন বলেন, ‘গঙ্গাচড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা বড় অসহায়, তারা দীর্ঘদিন স্থানীয় ধানের শীষের প্রার্থী পায়নি। গঙ্গাচড়াবাসী স্থানীয় প্রার্থীও পায়নি।’
এসময় তিনি মানুষের সে বাসনা পূরণ করার জন্য জাতীয় নেতৃবৃন্দকে আহবান জানান।
আলমবিদিতর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন গঙ্গাচড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান রঞ্জু। আলমবিদিতর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম, বিশেষ বক্তা ছিলেন গঙ্গাচড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বুলবুল আহমেদ।
এছাড়া বক্তব্য রাখেন আলমবিদিতর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি মো. জামান মাহামুদ কাচু, জাতীয়তাবাদী তাঁতী দল গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি মো. হাসান আলী, গঙ্গাচড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল কাফিসহ আলমবিদিতর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
কেকে/এজে