‘জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়’ প্রতিপাদ্যে রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন আয়োজনে দুই দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলা সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম আরিফ মাহফুজ।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুন, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া আকতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন কাউনিয়া রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম। এবারে বিজ্ঞান মেলায় ১৫টি স্টল অংশ নেয়। পরে ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
কেকে/এএম