মহান বিজয় দিবস উপলক্ষে উদয়ন স্পোর্টস ক্লাবের আয়োজিত ৮ দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় নীলসাগর গ্রুপ ভলিবল টিম।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) নীলফামারী সদরের রামনগরে উদয়ন স্পোর্ট ক্লাব মাঠ প্রাঙ্গণে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নীলসাগর গ্রুপের পক্ষে ট্রফি গ্রহণ করেন নীলসাগর গ্রুপের ডোর টু ডোর প্রোগ্রামের ইনচার্জ আওরঙ্গজেব সুজন।
এছাড়াও উপস্থিত ছিলেন মানব সম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী ও খেলোয়াড়রা।
এ অনুষ্ঠানে রানার্স আপ হয় জিদান ভলিবল একাদশ টাঙ্গরমারি। জিদান ভলিবল একাদশ করে ১ সেট ও প্রতিদ্বন্দ্বী টিম নীলসাগর গ্রুপ ৩ সেট করে জয় লাভ করে ।
কেকে/এজে