রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫,
৬ মাঘ ১৪৩১
বাংলা English

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
শিরোনাম: অভিযোগ অনুসন্ধানে গড়িমসি, গুলশানের ওসি সাময়িক বরখাস্ত      কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু      চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা      গাইবান্ধার লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান মারা গেছেন      সাইফ আলীর ওপর হামলাকারী বাংলাদেশি নন, দাবি আইনজীবীর      গণঅভ্যুত্থানকে স্মরণীয় রাখতে ৫ আগস্ট নির্বাচন করা যেতে পারে: সালাহউদ্দিন       ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় দুই কর্মচারীকে বদলি, একজনকে শোকজ      
প্রিয় ক্যাম্পাস
শাটডাউনে জবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ
আল শাহরিয়া, জবি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৯:১৬ পিএম আপডেট: ১৪.০১.২০২৫ ৯:৩১ পিএম  (ভিজিটর : ৩৮)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সেনাবাহিনীর কাছে জবি দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ হস্তান্তরসহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। তবে চালু রয়েছে কিছু দফতরের প্রশাসনিক কার্যক্রম। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল থেকেই সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে৷ 

আগামীকাল বুধবার(১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণলয়ের স্টিয়ারিং কমিটির মিটিংয়ে তাদের দাবি পূরণের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া না হলে আন্দোলন জোরদার করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা৷

এর আগে গত রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টা থেকে ৩ দফা দাবিতে গণ-অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এদিন রাতে অনশনে অসুস্থ হয়ে প্রায় ১৪ জন হাসপাতালে ভর্তি হন। উপাচার্যের বারবার অনুরোধেও অনশন ভাঙেনি শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যা ৭টার দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে লিখিত অঙ্গীকার পাওয়ায় টানা ৩৫ ঘন্টা পর অনশন প্রত্যাহারের ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী একেএম রাকিব। তবে বুধবার সভায় সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শাট ডাউন কর্মসূচি চালু রাখার ঘোষণা দেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, পুরো ক্যাম্পাসেই অচলাবস্থা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক সব ভবনেই ঝুলছে তালা। কমপ্লিট শাটডাউনের সঙ্গে একাত্মতা পোষণ করে কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এমনকি কোনো শিক্ষার্থী ক্লাস পরীক্ষার জন্য ক্যাম্পাসে আসেনি। পুরো ক্যাম্পাসেই সুনশান নীরবতা বিরাজ করছে। ক্যাম্পাসে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি দেখা মিললেও তাদেরও কোনো কাজের ব্যস্ততা নেই।

তবে শাটডাউনের মধ্যেও শিক্ষার্থীদের আনতে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন রুটে নিয়মানুযায়ী বাস ছেড়ে গেছে বলে জানান পরিবহন দফতরের ডেপুটি রেজিস্টার মুনসুর আলম। তিনি বলেন, নিয়মানুযায়ী বাস আজ সকালে শিক্ষার্থীদের আনতে গিয়েছিল। আগামীকালও যাবে। 

এর আগে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে দাবি আদায়ে পাশে থাকার ঘোষণা দেয় শিক্ষক সমিতি। সোমবার দুপুর দুইটায় সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যম্পাসের কাজ হস্তান্তর নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়। এই চিঠিতে সেনাবাহিনীকে কাজ হস্তান্তর বিষয়ে বুধবার সচিবালয়ে সভা অনুষ্ঠিত হবে বলা হয়।

এ চিঠি আসার পর অনশনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে পাল্টা তিনটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো- সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিংয়ের মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে এবং ভিজ্যুয়ালভাবে সকলের সামনে তা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকাবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রতার বন্দোবস্ত করা চলবে না। পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে। যতদিন অবধি আবাসন ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

মন্ত্রণালয় থেকে লিখিত অঙ্গীকার পাওয়ায় টানা ৩৫ ঘন্টা পর অনশন প্রত্যাহার করে নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় সংবাদ সম্মেলনে একেএম রাকিব বলেন, আগামী বুধবার যে মিটিং হবে সেখানে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর চুক্তি স্বাক্ষর হবে- এ মর্মে লিখিত অঙ্গিকার পেয়েছি। 

এছাড়া বাণী ভবন ও ডা. হাবিবুর রহমান হলে অস্থায়ী স্টিল বেজড ভবনের নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া ৭০ শতাংশ শিক্ষার্থীদের ভাতা দেওয়ার ব্যাপারে যাচাই ও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে আমরা আমাদের অনশন প্রত্যাহার করে নিচ্ছি। 

যেহেতু তারা তিনটি দাবির দুইটি মেনে নিয়েছেন এবং একটি যাচাই করে দেখবেন, সেহেতু আমরা অনশন প্রত্যাহার করে নিচ্ছি। তবে বুধবারের মিটিংয়ের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাট ডাউন থাকবে।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রিসোর্ট থেকে ১৬ ছাত্র-ছাত্রী আটক, বিয়ে দিলেন এলাকাবাসী
গণমাধ্যমকর্মীদের চাকরি হারানোয় জিএম কাদেরের উদ্বেগ
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জাগপার আলোচনা সভা
ইন্দুরকানীতে পিতার সামনে ছেলের করুন মৃত্যু
টঙ্গীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সর্বাধিক পঠিত

প্রেমিকের হাত ধরে বাংলাদেশে ভারতীয় গৃহবধু
জিয়াউর রহমানের মাজারে আইইবি ও এ্যাবের শ্রদ্ধা নিবেদন
চাটখিলে সাংবাদিকের উপর হামলা, থানায় অভিযোগ
নদী রক্ষায় সচেতনতা সৃষ্টির জন্য ‘জলের কথা’ সেমিনার
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝