রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫,
৬ মাঘ ১৪৩১
বাংলা English

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
শিরোনাম: অর্ধলাখ নিহতের পর আজ থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর      ওষুধের দামে নৈরাজ্য      বাংলাদেশি-ভারতীয় মুখোমুখি       জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ       বৈষম্য বিলোপে অন্তর্বর্তী সরকারের মনোযোগ দেখা যাচ্ছে না : সাইফুল হক       ঋণ খেলাপিদের মনোনয়ন দেবে না বিএনপি      রিমান্ড শেষে কারাগারে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর      
আইন-আদালত
ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায়
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
মেরাজ নাছিম, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১০:১৮ এএম আপডেট: ১৫.০১.২০২৫ ১২:১০ পিএম  (ভিজিটর : ১২১)
ফাইল ছবি

ফাইল ছবি

ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১২৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন সদর উপজেলার উত্তর লতিবাবাদ এলাকার আবু তাহের ভূঁইয়ার ছেলে তহমুল ইসলাম (২৭)।

জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে এখন পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানায় ১১টি মামলাসহ জেলায় প্রায় অর্ধশত মামলা হয়েছে। মঙ্গলবারে এ মামলায় প্রথমবারের মতো আসামি করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে। যদিও এ মামলায় আবদুল হামিদ ৩ নম্বর আসামি। ১ নম্বর আসামি করা হয়েছে শেখ হাসিনাকে, ২ নম্বরে শেখ রেহানা। আবদুল হামিদের নামের বানান আ. হামিদ (৮০) লেখা হয়েছে। পিতার নাম মো. তায়েব উদ্দিন ও সাং জেলার মিঠামইনের কামালপুর উল্লেখ করা হয়েছে। মামলায় আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

মামলার এজহারে বলা হয়েছে, স্বৈরশাসক শেখ হাসিনার পতনে সংগঠিত ছাত্র-জনতার গড়ে ওঠা আন্দোলনকে দমন করতে দেশ-বিদেশে অবস্থান করা ১ থেকে ২০ নম্বর আসামি সারা দেশে গণহত্যার পরিকল্পনা করেন। সেই মোতাবেক তারা কিশোরগঞ্জে যাতে কোনো আন্দোলন হতে না পারে সে জন্য ২১ থেকে ৪০ নম্বর আসামিদের নির্দেশ দেন। ওই নির্দেশ বাস্তবায়নের জন্য ৪১ থেকে ১২৪ নম্বর আসামিরা শটগান, বন্দুক, পিস্তল, ককটেল, বোমা ও দেশীয় অস্ত্র এবং অর্থ সরবরাহ করে আন্দোলন দমাতে এবং গণহত্যার নির্দেশ দেন। গত বছরের ৪ আগস্ট দুপুর ১২টার দিকে জেলা শহরের স্টেশন রোড এলাকায় ছাত্র–জনতার মিছিলে আসামিরা হামলা চালান। তারা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়ে মামলার বাদীসহ সাক্ষীদের আহত করেন। এ ছাড়া আসামিরা গ্রেনেড, ককটেল ও বোমা নিক্ষেপ করে এলাকায় ত্রাস সৃষ্টি করেন।

বাদী তহমুল ইসলাম বলেন, আন্দোলনের সময় হামলায় আমি আহত হয়েছিলাম। আমি আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর এখন কিছুটা সুস্থ হওয়ায় থানায় এসে মামলা করেছি।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  আবদুল হামিদ   সাবেক রাষ্ট্রপতি   ছাত্র আন্দোলনে হামলা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭৭
বেগমগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা
অর্ধলাখ নিহতের পর আজ থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর
ওষুধের দামে নৈরাজ্য
বাংলাদেশি-ভারতীয় মুখোমুখি

সর্বাধিক পঠিত

রৌমারীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী আটক
বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে নিহত ৩
প্রবাসী থেকে সফল উদ্যোক্তা, জিলানীর কুল চাষে বাজিমাৎ
সীমান্তের ঘটনা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষ

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝