শনিবার, ১৫ মার্চ ২০২৫,
১ চৈত্র ১৪৩১
বাংলা English

শনিবার, ১৫ মার্চ ২০২৫
শিরোনাম: নিরাপত্তা নিশ্চিত করতেই রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে      রোহিঙ্গাদের সাথে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব      উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের মহাসচিব      গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস      কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব       নাগালের বাইরে নিয়োগবাণিজ্যের মাস্টারমাইন্ড মাহবুব      আরেফিন সিদ্দিকের জানাজা বাদ জুমা, দাফন আজিমপুরে      
গ্রামবাংলা
ছাত্রকে বলৎকারের ঘটনায় বিএনপির সেই নেতা বহিস্কার
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১২:৫২ পিএম আপডেট: ১৫.০১.২০২৫ ১২:৫৪ পিএম  (ভিজিটর : ১৭০)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

১৪ বছর বয়সী এক স্কুলছাত্রকে বলৎকারের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারী) সকালে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে, মঙ্গলবার (১৪ জানুয়ারী) রাতে তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিস্কারাদেশে উল্লেখ করা হয়, জুয়েল রানা যে কাজ করেছে, তাতে দলীয় গঠনতন্ত্র বিরোধী ও দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করায় চৌহালী উপজেলা বিএনপির সুপারিশ অনুযায়ী জুয়েল রানাকে দলের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে বিষয়টি কেন্দ্রীয় কমিটিকেও অবগত করা হয়েছে।

জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত শনিবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার চর-সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে বিএনপি নেতা জুয়েল রানা ওই শিশুটিকে জোরপূর্বক যৌন নির্যাতন করেন। বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের অবগত করে। পরে বিষয়টি জানাজানি হয়। মুহুর্তের মধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্যাতনের শিকার ১৪ বছর বয়সী ওই স্কুল ছাত্র চর-সলিমাবাদ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় সম্ভুদিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় বয়। একারণে গত রবিবার (১২ জানুয়ারী) দুপুরে উপজেলা বিএনপি জুয়েল রানাকে শোকজ করে। পরের দিন সোমবার (১৩ জানুয়ারী) রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে জুয়েল রানার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা জানান, ফকির মো. জুয়েল রানার বিরুদ্ধে উঠা অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছিল। পরে জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনে জুয়েল রানাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, মামলা হওয়ার পর নির্যাতিত শিশুটিকে মঙ্গলবার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। তবে প্রতিবেদন পেতে সময় লাগবে। প্রতিবেদন হাতে পেলে পরর্বীতি ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ইফতার মাহফিলকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা
উচ্চস্বরে গান বাজানোর জেরে বিয়ে বাড়িতে হামলা, আহত ১৫
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
ইভটিজারের মাথা ন্যাড়া করে দিলেন বিক্ষুব্ধ জনতা
কবি-সাহিত্যিক, সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ কালচারাল একাডেমির ইফতার মাহফিল

সর্বাধিক পঠিত

জামালপুরে ইউনিয়ন পরিষদের প্রশাসককে বিএনপি নেতার হুমকি
স্কুলছাত্রীকে ইভটিজিং, থানায় অভিযোগ করায় বাবাকে পিটিয়ে জখম
শালিখায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
সাইক্লিস্টের সামাজিক মর্যাদা নিশ্চিত হোক
ইভটিজিংয়ের অভিযোগ করায় স্কুলছাত্রীর বাবাকে পিটিয়ে জখম, আটক ২

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close