১৪ বছর বয়সী এক স্কুলছাত্রকে বলৎকারের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারী) সকালে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে, মঙ্গলবার (১৪ জানুয়ারী) রাতে তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিস্কারাদেশে উল্লেখ করা হয়, জুয়েল রানা যে কাজ করেছে, তাতে দলীয় গঠনতন্ত্র বিরোধী ও দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করায় চৌহালী উপজেলা বিএনপির সুপারিশ অনুযায়ী জুয়েল রানাকে দলের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে বিষয়টি কেন্দ্রীয় কমিটিকেও অবগত করা হয়েছে।
জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত শনিবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার চর-সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে বিএনপি নেতা জুয়েল রানা ওই শিশুটিকে জোরপূর্বক যৌন নির্যাতন করেন। বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের অবগত করে। পরে বিষয়টি জানাজানি হয়। মুহুর্তের মধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্যাতনের শিকার ১৪ বছর বয়সী ওই স্কুল ছাত্র চর-সলিমাবাদ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় সম্ভুদিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় বয়। একারণে গত রবিবার (১২ জানুয়ারী) দুপুরে উপজেলা বিএনপি জুয়েল রানাকে শোকজ করে। পরের দিন সোমবার (১৩ জানুয়ারী) রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে জুয়েল রানার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা জানান, ফকির মো. জুয়েল রানার বিরুদ্ধে উঠা অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছিল। পরে জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনে জুয়েল রানাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, মামলা হওয়ার পর নির্যাতিত শিশুটিকে মঙ্গলবার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। তবে প্রতিবেদন পেতে সময় লাগবে। প্রতিবেদন হাতে পেলে পরর্বীতি ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এআর