নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কুন প্রস্তুতকারী একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বউবাজার শান্তিনগর এলাকায় ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা
যায়, কারখানাটিতে লাগা আগুন দ্রুত পাশের চারটি গার্মেন্ট ওয়াস্টেজের
গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট
ঘটনাস্থলে আসে। পরবর্তী সময়ে আরো পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু
করে।
স্থানীয়রা জানান,
আগুন নিয়ন্ত্রণের সময় দ্রুত পানি ফুরিয়ে গেলে আগুন নিয়ন্ত্রণে বিঘ্ন সৃষ্টি
হয়। পরে আগুনের তীব্রতা দেখে ফায়ার সার্ভিসকে পুনরায় জানানো হলে আরো
পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ঘটনাস্থলে
গিয়ে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়
স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন। তারা বিভিন্নভাবে ফায়ার সার্ভিসকে সহযোগিতা
করছে।
প্রত্যক্ষদর্শীরা
জানান, সকাল ৭ টার দিকে একটি কুন কারখানা থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে
সেটি পাশের গার্মেন্ট ওয়াস্টেজের চারটি গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুনে কারখানা ও
গোডাউনগুলো সম্পূর্ণ পুড়ে যায়। তবে আগুন লাগার শুরুর দিকে কুন কারখানার
কিছু মালামাল অক্ষত উদ্ধার করা হয়।
তবে
এক ব্যবসায়ী জানান, গোডাউনে গার্মেন্ট ওয়াস্টেজ এলডি পলিথিন ছিল। আগুনে সব
পুড়ে গেছে। গোডাউনে তার পাঁচ লাখ টাকার মালামাল ছিল বলে দাবি করেন এই
ব্যবসায়ী। এ ছাড়া মুসলিম, বাবুল, হাশেম নামে আরো তিনজন ব্যবসায়ীর তিনটি
ওয়াস্টেজ গোডাউন আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আরেফিন বলেন, আমরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি।
আগুন
নিয়ন্ত্রণে মোট ছয়টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও
আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
কেকে/এআর