ওয়ানডে ক্রিকেটের জন্য বেশ ভিন্ন একটা বছরই পার করেছে ২০২৪। এরই পুরষ্কার হিসবে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। গতবছর ওয়ানডেতে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।
গেল বছরটা টি-টোয়েন্টি বিশ্বকাপের হলেও নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বছরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে ধারাবাহিক ছিলেন এই ডানহাতি পেসার। গেল বছর সাত ম্যাচে ২৩.৯ গড়ে ১৪ উইকেট শিকার করেছেন তাসকিন।
উইজডেনের ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার তিন ক্রিকেটার, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান থেকে জায়গা পেয়েছেন দুইজন, ইংল্যান্ড ও বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন একজন করে। ভারত ও অস্ট্রেলিয়া থেকে জায়গা পাননি কোনো ক্রিকেটার।
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ
সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, এএম গাজানফার, তাসকিন আহমেদ।
কেকে/এআর