মুন্সীগঞ্জের গজারিয়ায় ২৮কেজি গাঁজাসহ এক যুবককে আটক করছে র্যাব-১১। এসময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত দশটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম রাজু ইসলাম (৩২)। সে কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর গ্রামের সেলিম রেজার ছেলে বলে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি টহল টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের আনারপুর এলাকায় একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশিকালে ২৮ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় ওই পিকআপ ভ্যান থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধারসহ একজনকে আটক এবং গাঁজা পাচারের কাজে ব্যবহৃত পিকআপটি ভ্যানটি জব্দ করা হয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. আনোয়ার আলম আজম বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে গজারিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে র্যাব। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কেকে/এমএস