মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গোপালপুর ও ভুয়াপুর এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মেজবা হাসান ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের শিক্ষার্থী আব্দুল আহাদ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনান্য সদস্যরা হলেন, যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান মতিন ও সাদিয়া সুলতানা তমা, সদস্য শাহরিয়ার আহমেদ শান্ত,তুষার ইমরান, তাসনিয়া রহমান শেফা, মাহমুদুল হাসান, আয়শা সিদ্দিকা, রাকিব হাসান প্রমুখ।
নবনির্বাচিত আহ্বায়ক মেজবা হাসান বলেন, শ্রদ্ধেয় উপদেষ্টা মন্ডলী ও সংগঠনের সিনিয়র-জুনিয়র যারা আমাকে আহ্বায়ক পদে নির্বাচিত করেছেন, আমাকে এই পদে যোগ্য মনে করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। এই দায়িত্বটা আমার কাছে সম্মানের এবং মর্যাদাসম্পন্ন। আমি চেষ্টা করবো যেন আমার হাত ধরে এবং সকলের সহযোগিতায় আমাদের প্রানের সংগঠনটি বহুদূর এগিয়ে যায়।
কেকে/এএম