লালমনিরহাট জেলার সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজের স্কাউট গ্রুপের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ক্যাম্প ১৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৫ এর উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে শুভ উদ্বোধন করেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী।
এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন রৌপ্য ইলিশ পদক প্রাপ্ত স্কাউটার ও স্কাউটসের জেলা সাবেক সহ-সভাপতি মোজাম্মেল হক, সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শওকাত আরা সিদ্দিকা, স্কাউটসের উপজেলা কমিশনার আলমগীর হোসেন কাজী, উপজেলা স্কাউট সম্পাদক মফিদুল ইসলাম মোহন, ইউনিট লিডার লুৎফর রহমান লুকাস ও জেসমিন আক্তার প্রমুখ।
শুক্রবার (১৭ জানুয়ারি) মহাতাবু জলসা অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্প শেষ হবে।সুবর্ণজয়ন্তী ক্যাম্পে ৮টি গ্রুপে মোট ৬৪ জন স্কাউট সদস্য অংশগ্রহণ করে।
কেকে/এএম