জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবসহ সরকারের মন্ত্রী, আমলা ও বিচারপতিদের পলায়নকে পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, একটি সরকারের পতনের সঙ্গে এমন ঘটনা পৃথিবীতে বিরল।
বুধবার (১৫ জানুয়ারি) দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এই বিশেষ দানবের পতন হয়েছে উল্লেখ করে তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ১৭ বছরে দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত দেশ পুনর্গঠনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা কর্মসূচিতে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন যে, দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার নির্ভীক সাংবাদিকদের লেখনী সমাজের লুকিয়ে থাকা সমস্যাগুলো সামনে নিয়ে আসবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মোখলেসুর রহমান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান এম নাজমুল হাসান, মাসুম বিল্লাহ (ভিন্নমাত্রা প্রকাশনী), প্রধান নির্বাহী সম্পাদক এম কাজল খান, এলপিএস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল এবং পত্রিকার প্রকাশক অ্যাডভোকেট সুইটি আক্তার খানম।
এছাড়াও পত্রিকার বিশেষ প্রতিবেদক ও উত্তরের গণ্যমান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা ৯ নম্বর সেক্টরের মমতাজ মহল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
কেকে/এএম