নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আগামী ১৮ জানুয়ারি থেকে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫ শুরু হচ্ছে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব উপলক্ষে মতবিনিময় সভায় ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম এ তথ্য জানান।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এর পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ।সম্মানীয় অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুল রহমান।
বিশেষ অতিথি হিসাবে থাকবেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিবছরই মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের আয়োজন করে।
ফাউন্ডেশনের লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন-সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, সহকারী কমিশনার ভূমি মন্জুরুল মোর্শেদ, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল আসিফ ইমাম, টুরিস্ট পুলিশের ইনচার্জ দেলোয়ার হোসেন, ফাউন্ডেশনের উপ পরিচালক এ কে এম আজাদ সরকার, সংরক্ষণ কর্মকর্তা নাসিম ইসলাম অভি, সোনারগাঁ থানার ওসি তদন্ত রাশেদ মিয়া, বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিক বৃন্দ সহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাগণ।
দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবে কর্মরত কারুশিল্পী প্রদর্শনী, লোকজীবন প্রদর্শনী, পুতুল নাচ, বায়স্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের কারুশিল্পীদের তৈরি বাহারি পণ্যসামগ্রী ও উদ্যোক্তাদের কারুপণ্য প্রদর্শনের ব্যবস্থা থাকবে।
মেলা চলাকালীন ওই এলাকার যানজট, আইনশৃঙ্খলা ও খাদ্যের মূল্য তালিকা নিয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হয়।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া মেলা ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবার মেলায় সাধারণ স্টল ও কর্মরত কারুশিল্পী প্রদর্শনীর ৩২টি স্টলসহ সর্বমোট পালের সংখ্যা ১০০টি। এতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রথিতযশা ৬৪ জন কারুশিল্পী সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
এ বছর মৌলভীবাজার ও ঝালকাঠীর শীতল পাটি, মাগুরার শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি ও মাটির পুতুল, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁ, টাঙ্গাইল ও ঠাকুরগাঁয়ের বাঁশ বেতের কারুশিল্প, ঐতিহ্যবাহী জামদানি, কাঠের চিত্রিত হাতি-ঘোড়া-পুতুল, বন্দরের রিকশা পেইন্টিং, কুমিল্লার, তামা-কাঁসা-পিতলের কারুশিল্প, খাগড়াছড়ি ও বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারুশিল্প, কিশোরগঞ্জের টেরাকোটা পুতুল, বগুড়ার লোকজ খেলনা ও কুমিল্লার লোকজ বাদ্যযন্ত্রের শিল্পীসহ মোট ১৭ জেলার কারুশিল্পীরা মেলায় অংশ নেবেন। প্রতিবারের মতো এবারও মেলায় বিশেষ কর্মসূচি হিসেবে কারুশিল্প উদ্যোক্তাদের জন্য ১৫টি স্টল দেওয়া হয়েছে।
মাসব্যাপী লোকজ উৎসব ২০২৫ এর প্রতিদিনের সান্ধ্যকালীন অনুষ্ঠানমালায় লোকজ মঞ্চে পালাক্রমে বাউলগান, পালাগান, ভাওয়াইয়া-ভাটিয়ালী গান, জারি-সারিগান, হাসন রাজার গান, শাহ আব্দুল করিমের গান, লালন সঙ্গীত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলা, লাঠিখেলা, মুড়ি ওড়ানো, চর্যাগান, লোকগল্প বলা ইত্যাদি অনুষ্ঠান পরিবেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে আয়োজিত মাসব্যাপী এ মেলায় কর্মরত কারুশিল্পীদের পণ্য, পুতুলনাচ, বায়োস্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ বাহারি পণ্যসামগ্রী প্রদর্শনের ব্যবস্থা থাকবে। মেলা চলাকালে ওই এলাকার যানজট, আইন-শৃঙ্খলা ও খাদ্যের মূল্যতালিকা নিয়ে মতবিনিময় সভায় আলোচনা হয়। সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে।
এবারের মেলায় বিশেষ আকর্ষণ ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক ‘ঐতিহ্যের আলিঙ্গণ’ শিরোনামে বিশেষ প্রদর্শনী ও অনুশীলন চত্বর স্থাপন। ভৌগোলিক নির্দেশক বা জি.আই পণ্য হিসেবে লোককারুশিল্পের পাঁচটি মাধ্যমের বিশেষ প্রদর্শনী।
লোককারুশিল্পের মাধ্যমভিত্তিক ঐতিহ্যগত উপস্থাপনা প্রদর্শনীর আয়োজন।কারুশিল্পীদের অবস্থানগত অঞ্চল ভিত্তিক স্থানিক পরিচিতি প্রদর্শন। মেলায় আগত শিশুদের জন্য লোককারুশিল্প উৎপাদন প্রক্রিয়ার অনুশীলন চত্বর স্থাপন। কর্মরত কারুশিল্পী প্রদর্শনীতে অংশ নেওয়া ৬৪জন কারুশিল্পীকে সম্মাননা ও ক্রেস্ট প্রদানফাউন্ডেশন থেকে ইতোপূর্বে পদক ও সম্মাননাপ্রাপ্ত কারুশিল্পীদের আমন্ত্রণ।মেলায় স্টলগ্রহীতাদের মধ্য থেকে বিশেষভাবে স্টল সাজসজ্জায় বিবেচিত কারুশিল্পীদের পুরস্কার প্রদান।
কেকে/এএম