শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় অ্যালামনাই প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. সাজেদুল করিম ও সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং বিভাগের সাবেক শিক্ষক ড. মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, কেন্দ্রীয় অ্যালামনাই প্রতিষ্ঠার মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের মেলবন্ধন তৈরি হবে, যা অ্যাকাডেমিক এবং পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশে তাদের কর্মক্ষেত্রে সাফল্যের সাক্ষর রেখেছেন। অ্যালামনাই প্ল্যাটফর্ম একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং বৈশ্বিক পর্যায়ে গৌরব বৃদ্ধি করতে সহায়তা করবে।
সভায় প্রাক্তন শিক্ষার্থীরা অ্যালামনাই প্রতিষ্ঠায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের তিন যুগ পেরিয়ে গেলেও এ ধরনের একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মের অভাব হতাশাজনক। অ্যালামনাই প্রতিষ্ঠার অগ্রগতি নিয়ে আলোচনা করতে আগামী ২৫ জানুয়ারি মিনি অডিটোরিয়ামে পরবর্তী সভার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও শাকসুর সাবেক ভিপি দেলোয়ার ইসমাইল টিটু। এছাড়া ড. মুজিবুর রহমান, মকদ্দুস আলী, সেলিম মোহাম্মদ আলী আসগর, ফয়সল আহমদ, তৌফিক ইজদানী চৌধুরী, নাসিমা হক খান, রাহিমা পারভীন লিলি প্রমুখ বক্তব্য রাখেন।
কেকে/এএম