নোয়াখালীর সুবর্ণচর উপজেলা অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তর। এসময় পরিবেশগত ছাড়পত্র, লাইসেন্স ছাড়া ইটভাটা স্থাপনসহ বিভিন্ন অপরাধে দুটি ইটভাটাকে ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। ভেঙে দেওয়া হয়েছে ইটভাটার কিলন ও চিমনী।
বুধবার (১৫ জানুয়ারি) বিকালে চরজব্বর ও চর বাইগ্যা এলাকায় এ অভিযান পরিচালনা করেন, সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকী। অভিযানে সহযোগিতা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নূর হাসান সজীব ও ফায়ার সার্ভিস।
অভিযান সূত্রে জানা গেছে, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া জেলার বিভিন্ন স্থানে কিছু ইটভাটা পরিচালনা হচ্ছে। তথ্য পেয়ে পশ্চিম চরজব্বর ও চর বাইগ্যা এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় পরিবেশগত ছাড়পত্র, লাইসেন্স ছাড়া ইটভাটা স্থাপন, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশের ক্ষতি করে এমন চিমনী ব্যবহারের অপরাধে আলিফ ব্রিকস ও এডিবি ব্রিকস নামের দুটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে ২ লাখ টাকা করে ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানকালে কিলন ও চিমনী ভেঙে ধ্বংস করে দেওয়া হয়।
কেকে/এএম