গাজীপুরের কাপাসিয়ায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানে তারুন্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ সকল কর্মসূচি আয়োজন ও বাস্তবায়ন করেন উপজেলা প্রশাসন।
পরে তরুণ, যুব ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে পরিচ্ছন্নতা অভিযান ও তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কর্মসুচির মধ্যে ছিল তরুণ, যুব ও স্বেচ্ছাসেবীদের অংগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম।
উপজেলা পরিষদ মিলনায়তনে তারুণ্যের ভাবনায় ‘আগামীর বাংলাদেশ শীর্ষক’ কর্মশালায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসুচির আয়োজন করা হয়েছে।
নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপুর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মো. নুরুল আমীন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো. শেফাউল হক, উপজেলা প্রকৌশলী মো. মাইন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুনুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একে এম আতিকুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুউল্লাহ, বিআরডিভির চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, প্রেসক্লাবের সভাপতি এফএম কামাল হোসেন প্রমুখ।
কেকে/এএম