বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ দীর্ঘদিন পর আবারও আলোচনায়। সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলায় নাম জড়ানোর পর থেকে ক্যারিয়ারে কিছুটা স্থবিরতা দেখা দিলেও, নতুন সিনেমা ও গানের সাফল্যে ফিরছেন তিনি।
গত ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে জ্যাকুলিন অভিনীত নতুন সিনেমা ‘ফাতেহ’, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। ৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি দর্শকদের নজর কেড়েছে। এটি দিয়ে জ্যাকুলিন আবারও বড় পর্দায় ফিরেছেন।
এদিকে, গত বছরের মার্চে মুক্তি পাওয়া ‘ইয়ামি ইয়ামি’ গানে জ্যাকুলিনের পারফরম্যান্স ভক্তদের মুগ্ধ করেছে। শ্রেয়া ঘোষাল ও ফ্রান্সের শিল্পী টাইকের গাওয়া এই গানের ভিডিও এখন পর্যন্ত ২২২ কোটি ভিউ অর্জন করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে গানটি নিয়ে কথা বলেছেন জ্যাকুলিন।
তিনি বলেন, আমি বাছাই করেই গানগুলো হাতে নিই। ‘ইয়ামি ইয়ামি’ গানে নিজেকে পুরোটা দিয়েছিলাম। জিরো ডিগ্রি তাপমাত্রায় দিনে ২০ ঘণ্টা শুটিং করেছি। যদিও এটি অনেক কষ্টের ছিল, আমরা জানতাম আমাদের প্রচেষ্টা সার্থক হবে।
সুকেশ চন্দ্রশেখরের মামলার কারণে ক্যারিয়ারে নানা ঝড়ের মুখোমুখি হলেও, জ্যাকুলিন তার কাজ দিয়ে আবারও বলিউডে নিজের অবস্থান শক্ত করতে চান। ভক্তরা তার নতুন সিনেমা ও গানগুলোতে দারুণ সাড়া দিচ্ছেন, যা তার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে।
কেকে/এএম