জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সাথে সর্বদলীয় বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকার। এই বৈঠকে বিএনপির যোগ দেয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় কার্যক্রম নিয়ে ঠাকুরগাঁয় আছেন। জানা যায় মির্জা ফখরুল ঢাকায় ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৈঠকে বিএনপি যাবে কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আলোচনা আছে, এই বৈঠকে অংশ নেবে না বিএনপি। যদিও দলটির নীতিনির্ধারণী পর্যায় থেকে জানানো হয়েছে, তারা এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তাই দলটি অংশগ্রহণ করবে কিনা তা জানতে অপেক্ষা বাড়ছে।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, তারা নির্বাচনকে প্রাধান্য দিচ্ছেন এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে আগে যে অবস্থানে ছিল, এখনও তারা সেই অবস্থানেই আছেন। তিনি জানান, বিএনপির পক্ষ থেকে আলাদা ঘোষণাপত্র দেয়া হতে পারে।
এই স্থায়ী কমিটির সদস্য বলেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত তারা বৈঠকে যাচ্ছেন না। তবে দলের মধ্যে আলোচনা চলছে। এবিষয়ে ঘণ্টাখানেকের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে দলটির পক্ষ থেকে।
কেকে/এআর