লক্ষ্মীপুরের কমলনগরে ধান কাটার মেশিনের ধাক্কায় রাফছান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাফছান চরজাঙ্গালিয়া গ্রামের প্রতিবন্ধী হোসেনের পুত্র। সে স্থানীয় একটি কওমী মাদরাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
রাফছানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার চাচা মো. আলাউদ্দিন বলেন, শিশুটি তার বাড়িতে প্রবেশের সময়ে ধান কাটার একটি মেশিনের ধাক্কায় পড়ে যায়। এবং ঘটনাস্থলে মারাত্মক জখম হলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক চালক ইমন পালিয়ে গেছে।
স্থানীয়রা জানান, মো. ইমন নামের ধান কাটার মেশিন চালক বুধবার সন্ধ্যায় স্থানীয় এক কৃষকের জমির ধান কাটা শেষ করে চরজাঙ্গালিয়া গ্রামের শিশুটির বাড়ির দরজা দিয়ে হারভেস্টার মেশিন নিয়ে যাচ্ছিলেন। এ সময় শিশুটি বাড়ি থেকে দৌড়ে এসে চাকায় পিষ্ট হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
শিশুটির খালা মোবাশ্বেরা খাতুন জানান, ধান কাটা মেশিনটি বাড়ির দরজা অতিক্রমকালে হর্ন না বাজানোর কারণে শিশুটি না বুঝে দৌড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে। শিশুটির মৃত্যুর জন্য হারভেস্টার মেশিনের চালককে দায়ী করেছেন তিনি।
কমলনগর থানার ওসি তোহিদুল ইসলাম জানান, ধান কাটা মেশিনের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন তিনি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এমএস