‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে পিঠা উৎসব, বইমেলা ও জুলাই ৩৬ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১ টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাইদুল ইসলাম।
উপজেলা পরিষদের সিএ লুৎফুর উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার, সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পিঠা উৎসব, বইমেলা ও জুলাই ৩৬ চিত্র প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এরপর দুপুর ১২টায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আন্তঃস্কুল বিতর্ক এবং আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কেকে/এমএস