নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন ২নং ওয়ার্ড জিয়া মঞ্চের নেতা পরিচয়দানকারী বাগবের গ্রামের বাসিন্দা মুছলেম মিয়ার ছেলে রুবেল মিয়ার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন উপজেলা জিয়া মঞ্চের নেতা ও সাধারণ নাগরিকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
এরআগে গত ১ সপ্তাহ ধরে ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে ভাইরাল হলে নজরে আসে স্থানীয়দের।
এ বিষয়ে জিয়া মঞ্চের নেতা পরিচয়দানকারী রুবেল মিয়া বলেন, ‘কত্ত ভিডিও ভাইরাল হইবো,তাতে কি হইছে,আমি যে খাই এটা সবাই জানে।’
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া বলেন, ‘ভিডিও ভাইরাল সংক্রান্ত বিষয়ে জেনেছি। রুবেল আসলে জিয়া মঞ্চের পদধারী কেউ না। তারপরও দলের নাম ভাঙ্গিয়ে কোন অন্যায় করলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থাসহ থানা পুলিশকে জানিয়ে আইনের হাতে তুলে দেব। দলের ভাবমূর্তি নষ্ট করলে কাউকে ছাড় দেয়া হবে না।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারী যেই হোক, আইনে আওতায় আনতে থানা পুলিশ তৎপর। সংশ্লিষ্ট অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
কেকে/ এমএস