দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোণা -৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানিগঞ্জ থেকে ২ ঘটিকায় মুক্ত হলে হাজার হাজার সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
বিগত ফ্যাসিস্ট অবৈধ স্বৈরশাসকের দায়েরকৃত বানোয়াট মিথ্যা মামলা ফরমায়েশী রায়ের দীর্ঘ সময় কারাভোগের পর ন্যায় বিচারের আইনি প্রক্রিয়ায় সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে মুক্ত হন।
এর আগে ভোর রাত থেকে কেরানিগঞ্জে কারাগারে সামনে আসে নেত্রকোণা জেলার দলীয় নেতাকর্মীরা। প্রিয় নেতার অপেক্ষা করে ও দলীয় স্লোগানে মুখরিত করে রাখেন নেতাকর্মীরা।
মদন উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল আলম তালুকদার বলেন, মদন,মোহনগঞ্জ, খালিয়াজুড়ি আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভাটি বাংলার জনগণের নয়নের মণি, তাই প্রিয় নেতার মুক্তির আনন্দ উপভোগ করার জন্য গত কয়েক দিন যাবত এলাকার নেতাকর্মীরা ঢাকায় অবস্থান করছে। গত রাত হতে হাজার হাজার সাধারণ জনগণ কেরানিগঞ্জে কারাগারে সামনে জড়ো হতে থাকে ও স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন।
প্রসঙ্গত, ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাক অস্ত্রের চালান। এ নিয়ে বন্দরনগরীর কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা করা হয়।
মামলায় ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ রায় দেন।
কেকে/ এমএস