দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মাঠজুড়ে দোল খাচ্ছে সরিষার হলুদ ফুল। উন্নত জাতের চাষে কৃষকদের চোখে এখন স্বপ্নের আলো। চলতি রবি মৌসুমে সরিষা চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন মাঠজুড়ে ফুটে উঠেছে সরিষার হলুদ রঙের সমারোহ। সদ্য ফোটা সরিষা ফুল যেন মিশে আছে স্থানীয় কৃষকদের স্বপ্নে। চলতি রবি মৌসুমে ৬টি ইউনিয়নে ২ হাজার ৯৬২ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্র মতে, আবাদ লক্ষ্যমাত্রার চেয়েও বৃদ্ধি পেতে পারে।
উপজেলার আটগাঁও ইউনিয়নের হরিপুর গ্রামের কৃষক কালিপদ দেবশর্মা বলেন, এ বছর আমি ১ বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষা চাষ করেছি। এখন পর্যন্ত গাছের অবস্থা ভালো। আবহাওয়া অনুকূল থাকলে ভালো ফলনের আশা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা জানান, সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে ১ হাজার ৮০০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। এছাড়া চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
উন্নত জাতের বারি-১৪ ও বারি-১৫ সরিষার ফলন বেশি হওয়ায় এ দুটি জাত চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের পাশাপাশি লাভও বেশি হবে।
এদিকে, সরিষার মাঠ শুধু কৃষকদেরই নয়, বরং প্রকৃতিপ্রেমীদেরও আকর্ষণ করছে। শহরের যান্ত্রিক জীবনের গণ্ডি ভেঙে গ্রামবাংলার প্রকৃতির শেকড় ছুঁতে শীত মৌসুমে অনেকেই ছুটে আসছেন সরিষার ফুলে ভরা এই ফসলের মাঠে।
কেকে/এএম