গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় থাকছে না হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।
বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যগত স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য গত সোমবার (১৩ জানুয়ারি) ৬৮ তম একাডেমিক কাউন্সিলে উপস্থিত সদস্যবৃন্দ আলোচনা করেন। তারপর গুচ্ছভুক্ত ২১টি বিশ্ববিদ্যালয়ের কয়েক ধাপ আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে হাবিপ্রবি গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আজ বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির আলোচনা সভা আছে। সেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ, ভর্তি পরীক্ষার আবেদন ফি,আবেদনের যোগ্যতা এগুলো বিষয় চূড়ান্ত করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে হাবিপ্রবি ট্রেজারার ও রেজিস্ট্রার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির বলেন, আমরা গত ৬৮তম একাডেমিক কাউন্সিলে উপস্থিত সকলের মতামতের প্রতি সম্মান রেখে ভালো-খারাপ সব দিক বিবেচনায় গুচ্ছে না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের আইনে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার কথা উল্লেখ রয়েছে। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা গুচ্ছে মত দিয়েছিলাম। কিন্তু দেখা যাচ্ছে এখানে ঝামেলাপূর্ণ কিছু বিষয় রয়ে গেছে। যার কারণে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের বেশিরভাগ শিক্ষক, কর্মকর্তারা চাচ্ছিলেন গুচ্ছ থেকে বের হয়ে আসতে। শিক্ষার্থীদেরও একটা প্রত্যাশা ছিল যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেয়। তাই আমরা এককভাবে ভর্তি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।
বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. আবুল কালাম বলেন, আমরা আগে থেকেই ভাবছিলাম গুচ্ছ থেকে বের হয়ে যাব। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর কয়েক ধাপ মিটিংয়ে খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বের হয়ে এসেছে। এখন থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা উৎসবের সৃষ্টি হবে।
কেকে/এএম