মাদারীপুর জেলার শিবচরের উৎরাইল উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আব্দুল কাদের চৌধুরী স্মৃতিবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের হলরুমে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের মোট ২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
বিদ্যালয়ের দাতা সদস্য আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে এসময় মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী।
জানা গেছে, শিবচরের উৎরাইল উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল কাদের চৌধুরীর স্মরণে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণিতে ৫ জন করে দরিদ্র ও মেধা শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে প্রতি বছর জানুয়ারি মাসে এসকল শিক্ষার্থীদের আর্থিক বৃত্তি প্রদান করা হয়। বৃহস্পতিবার বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থীর মাঝে বৃত্তি তুলে দেয়া হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল কাদের চৌধুরীর কণিষ্ঠপুত্র আনিসুল কাদের চৌধুরী বলেন, শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্যই আমরা অনেকদিন ধরেই বৃত্তি দিয়ে আসছি। বৃত্তিকে আমরা টাকার অংকে পরিমাপ করতে চাই না। এটা শুধুমাত্র মেধাবীদের আরও ভালো করার উৎসাহ দেবার জন্য উপহার!
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূল বক্তব্য রাখেন বক্তারা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কেকে/এএম