দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পরিচালক আবদুল্লাহ্-আল্-জাহিদ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে পরিচালক থেকে মহাপরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
আবদুল্লাহ্-আল্-জাহিদ ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও তিনি আইন শাস্ত্রে এলএলবি এবং ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।
দুর্নীতি প্রতিরোধ বিষয়ে তিনি থাইল্যান্ডের এআইটি থেকে এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ে মালয়েশিয়া হতে বিশেষ কোর্স সম্পন্ন করেছেন। এ ছাড়াও তিনি চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আমেরিকার আটলান্টায় বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।
পেশাগত জীবনে অত্যন্ত দক্ষ এবং সদালাপি কর্মকর্তা আবদুল্লাহ্-আল্-জাহিদ কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ মামলার তদন্তে ও অনুসন্ধানে বরাবরই দক্ষতার পরিচয় দিয়েছেন।
কেকে/এইচএস