মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে বাংলাদেশ ব্যাংক নিয়োগকৃত প্রশাসকের কার্যক্রমের ওপর আবারও স্থিতাবস্থা দিয়েছে হাইকোর্ট।
বুধবার (১৬ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদেশে আদালত বলেন, আগামী ৩০ জানুয়ারির মধ্যে এ বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। তবে এর আগ পর্যন্ত নগদ প্রশাসকের সকল কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বহাল থাকবে।
নগদের শেয়ার হোল্ডারদের আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, চূড়ান্ত রায় না আসা পর্যন্ত প্রশাসক ও তার দল নগদ সংশ্লিষ্ট বিষয়ে কোনো কার্যক্রম করতে পারবেন না। বাংলাদেশ ব্যাংক অনেকগুলো অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। চূড়ান্ত রায়ে এগুলো বাতিল হয়ে যাবে।
প্রসঙ্গত, গত ২১ আগস্ট মুহম্মদ বদিউজ্জামান দিদারকে নগদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। একইসাথে আরও ছয়জনকে প্রশাসকের সহকারি হিসেবেও নিয়োগ দেয়া হয়। এরপর এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করেন।
এরপর গত ১৭ সেপ্টেম্বর হাইকোর্টে রিটের প্রাথমিক শুনানি হয়। শুনানির পর নগদে প্রশাসক নিয়োগ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। পরবর্তীতে গত ১৮ ডিসেম্বর হাইকোর্টের এক আদেশে ২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত নগদে প্রশাসকের সকল কার্যক্রমের ওপর স্থিতাবস্থার আদেশ দেন।
কেকে/এইচএস