রংপুরের কাউনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার মারধরে চাচার মৃত্যুর ঘটনায় এজাহারভুক্ত এক নারী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রংপুরের কাউনিয়ার শহীদবাগ সাব্দী বুদ্ধির বাজার এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে চাচা আমজাদ হোসেন হত্যাকাণ্ডের মামলায় এজাহারভুক্ত আসামি গোলাপি বেগম (৩২) গ্রেফতার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিরোধপূর্ণ জমিতে ভেকু দিয়ে মাটি উত্তোলনের চেষ্টা করেন ভাতিজা শহিদুল ইসলাম। এতে বাধা দেন চাচা আমজাদ হোসেন। বাকবিতণ্ডার একপর্যায়ে শহিদুল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে আমজাদ হোসেনকে এলোপাতাড়ি মারধর করেন।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা আমজাদ হোসেনকে উদ্ধার করে প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, নিহত আমজাদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি গোলাপি বেগমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
কেকে/এএম